মোহাম্মদ হাছান, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর জেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. ইছমাইল খাঁন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. অহিদ উদ্দিন পাটওয়ারী। এছাড়া সহ-সভাপতি পদে আবু ছায়েদ, মো. জসিম উদ্দিন, মো.মজিবুর রহমান নান্টু,খোরশেদ আলম ও মো. রেদোয়ান হোসেন নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন. সহ-সাধারন সম্পাদক পদে বাহার উদ্দিন পাটওয়ারী, আবুল বাসার বসু,বাহার মোল্লা, মোহাব্বত পাটওয়ারী,কোষাধ্যক্ষ পদে আনিছুল ইসলাম কচি ও প্রাচার সম্পাদক পদে নির্বাচিত হন মো. খোরশেদ আলম। মঙ্গলবার সকালে সদর উপজেলার মান্দারী বাজারে একটি চাইনিজ রেস্টুরেন্টে মো. বাহার উদ্দিনের সভাপতিত্বে সবার সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। এতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন, পিবিএম ব্রিকস এর মালিক অহিদ উদ্দিন মাস্টার।
নবনির্বাচিত কমিটির সাধারন সম্পাদক মো. অহিদ উদ্দিন পাটওয়ারী বলেন, ইটভাটা মালিকগন সরকারী নিয়মনীতি অনুযায়ী ব্যবসা পরিচালনা করবেন। কোন ধরনের অবৈধভাবে গড়ে উঠা ইটভাটা যেন চলতে না পারে। পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করার মাধ্যমে বৈধভাবে ইটভাটার মালিকগন যেন হয়রানীর শিকার না হন, সেদিকে খেয়াল রাখা হবে বলে আশা করেন তিনি।
আরও পড়ুন
চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে তালা ও ভাংচুর, সেবাপ্রার্থীদের চরম ভোগান্তি
লক্ষ্মীপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ২ ,আহত ৯
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র মতবিনিময় সভা-২০২৫