লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ৪ আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও শিক্ষার্থী হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন লক্ষ্মীপুর ছাত্রলীগের সাবেক জেলা সহ-সভাপতি এডভোকেট মনোয়ার হোসাইন জাবেদকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে রামগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ছাত্র-আন্দোলনে সদর থানায় দায়েরকৃত ৪ শিক্ষার্থী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সদর ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ও আবুল বাসার বলেন, ৪ আগষ্ট ছাত্র-জনতা ও পুলিশের উপর হামলা, চার শিক্ষার্থী হত্যা-মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসাইন জাবেদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সরকারকে বেকাদায় ফেলানোর জন্য লোক জড়ো করানোসহ নানা ষড়যন্ত্র অপরাধমূলক তথ্য রয়েছে।
পাশাপাশি ৪ আগষ্টে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি করাসহ প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে। ইতিমধ্যে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা-মামলায় ৮৩জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনোয়ার হোসাইন জাবেদ জেলা যুবলীগের সাবেক সভাপতি একাধিক শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামী সালাউদ্দিন টিপুর ঘনিষ্টজন বলে পরিচিতি রয়েছে।
উল্লেখ্য, ৪ আগষ্ট বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এসময় জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সদ্য অপসারনকৃত চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে মুহুমুহু গুলি ছুড়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। টিপুর নিজ বাসভবনের ছাঁদ থেকে প্রকাশ্যেই সালাউদ্দিন টিপু ও তার সহযোগি গিয়াস উদ্দিন সোহাগসহ অন্যরা শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত।
এসময় তিন শতাধিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামীলীগ,যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীদের আসামী করা হয় ।


আরও পড়ুন
চন্দ্রগঞ্জে ৪৩৮তম হযরত দেওয়ান শাহ (রাঃ) মেলা এবারও হচ্ছে না
মাওলানা আবু মূসা ফাউন্ডেশনের উদ্যোগে চরশাহীতে ১০টি মসজিদে গরম পানির হিটার বিতরণ
নুরুল্যাপুর মাদ্রাসার শিক্ষকরা নীতিমালা উপেক্ষা করে ব্যবসায় মগ্ন! শিক্ষা না বাণিজ্য?