লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ৫টি উপজেলার অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়ার নিয়ে বাছাই-প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে ৫ উপজেলার ১২০জন অনূর্ধ্ব ১৫ ফুটবল খেলোয়ারের মধ্যে এই প্রতিযোগিতা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৫০জনকে চুড়ান্ত করা হয়। জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই চুড়ান্ত খেলোয়ারকে আগামী এক মাস ব্যাপী প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জেপি দেওয়ান, মাদক দ্রব্য অফিসার মো. আবদুর রহিম, সাবেক জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারন সম্পাদক আবদুর রব শামীম, জেলা ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন,ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার, বাসস ও আজকের পত্রিকার প্রতিনিধি আব্বাছ হোসেন ও সাধারন সম্পাদক সোহেল আদনানসহ অনেকেই।
বর্তমান শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতে এবং হারিয়ে যাওয়া ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি ফুটবল খেলার উন্নয়ন ও শিক্ষার্থীরা যেন মাদক থেকে দূরে থাকে, সে কাজ করা হচ্ছে। এছাড়া মাসব্যাপী প্রশিক্ষনের পর আন্ত:জেলা ও বিভাগ ভিত্তিক খেলায় অংশ নিবে তারা।


আরও পড়ুন
চন্দ্রগঞ্জে ৪৩৮তম হযরত দেওয়ান শাহ (রাঃ) মেলা এবারও হচ্ছে না
মাওলানা আবু মূসা ফাউন্ডেশনের উদ্যোগে চরশাহীতে ১০টি মসজিদে গরম পানির হিটার বিতরণ
নুরুল্যাপুর মাদ্রাসার শিক্ষকরা নীতিমালা উপেক্ষা করে ব্যবসায় মগ্ন! শিক্ষা না বাণিজ্য?