মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা’র নির্দেশনায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির তত্বাবধানে চন্দ্রগঞ্জ বাজারের বিভিন্ন পয়েন্টে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চন্দ্রগঞ্জ বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সদস্য সচিব ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্লাহ, সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ হাছান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হান্নান, সম্মানিত সদস্য এনামুল হক রতন, ইব্রাহিম খলিল, তসলিম খান সুমন, এরশাদ আলম, জসীম উদ্দীন, কামরুল ইসলাম রিপন, মুজাহিদুল ইসলাম, ফারুক হোসেন রাজু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাজারের ব্যবসায়ী ও বিএনপি নেতা মনির হোসেন, পারভেজ হোসেন, হারুনুর রশিদসহ অনেকে।
গত ১৮ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা’র স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সদর উপজেলার বাজারসহ বিভিন্ন এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এ চিঠি পাওয়ার পর পরই চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি এক জরুরী মিটিংয়ের আয়োজন করে পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাচ্চু জানান, ‘ আমাদের বাজার আমাদের এলাকা পরিস্কার রাখা আমাদের দায়িত্ব। আমরা সবাই মিলে আমাদের আশে পাশে পরিস্কার রাখলে আমরা সুন্দর একটা পরিবেশ পাবো।’

শেয়ার করুন