লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ৫ আগষ্টে সারা বাংলাদেশের যে বিজয়, বিএনপির ১৭ বছরের যে রক্ত ত্যাগ,জেল-জুলুম,গুম-খুন আতœত্যাগের বিনিময়ে যে বিজয়। সে বিজয়কে একটি পক্ষ কুক্ষিগত করতে চাই। তার মালিকানা নিতে চাই। যারা এ বিজয়কে কুক্ষিগত করতে চই। তার লজ্জায় পড়ে যাবে, তাদের মুখে কথা থাকবেনা। বিএনপি ঐক্যের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছি। তাই কেউ চালাকি করলে তা করতে দেয়া হবেনা বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় বশিরভিলা হলরুমে জেলা বিএনপির প্রতিনিধি সভায় এসব কথা বলেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আরো বলেন, নির্ভয়ে সংবাদ পরিবেশন করুন। আমাদের ভিতরে এবং বাইরে ঐক্য যেন নষ্ট করতে না পারে। সামনে যে গনতন্ত্রের অগ্রযাত্রা যে নির্বাচন,সে নির্বাচনকে ব্যাহত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করার পায়ঁতারা করছে। বাংলাদেশে আর ঘোলা পানি তৈরি করতে দেয়া হবেনা। দেশ-বিদেশী নানা ষড়যন্ত্র চলছে। জনগনের ক্ষমতায়নে সকল ষড়যন্ত্র ভেদ করে সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের জন্য প্রস্তুুত হচ্ছি। যারা জনগনের ভোটে নির্বাচিত হতে চাই,জনগনের বিচার মাথা পেতে নিতে প্রস্তুত আছেন। তারা সকলে আসুন. নির্বাচনের দিকে এগিয়ে যাই। বাংলাদেশকে মেরামতের জন্য আধুনিক, গনতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান যে ৩১ দফা কর্মসুচি ঘোষনা করেন। সরকারের সংস্কার কর্মসুচির সাথে বিএনপির ৩১ দফা কর্মসুচি সাংর্ঘষিক নয়। বরং আরো ব্যাপ্ত আমাদের ৩১ দফা কর্মসুচি।
তিনি আরো বলেন, সংস্কার কর্মসুচি চলমান প্রক্রিয়া। সংস্কার শেষ করেও নির্বাচন করা যাবেনা। কারন সংস্কার চলবে যুগযুগ ধরে। সংস্কার শেষ করে যারা নির্বাচনের কথা বলেন, মূলত তারা নির্বাচনকে ভয় পায়। আর যারা বলেন, আওয়ামীলীগের বিচার শেষ করে নির্বাচন। সেটাও তো দীর্ঘ সময়ের ব্যাপার। এটা নির্বাচনকে বিলম্ভিত করার আরেকটি চালাকি। আমরা চালাকিতে যেতে চাইনা। নির্বাচন নিয়ে যেন কোন তালবাহানা না হয়। নির্বাচন নিয়ে কোন তালবাহানা প্রত্যাশা করি না। ঐক্য নিয়েও কোন তালবাহানা প্রত্যাশা করি না। ঐক্যের বিকল্প যাতে অন্য কিছু না হয়। কোন বিভাজন না হয়। তা নিয়ে আমরা আমাদের বক্তব্যে সবসময় সীমারেখা টেনে বক্তব্য রাখি। কারণ আমরা এ জাতিকে দেখেছি বার বার বিপদগ্রস্ত হতে। জাতিকে আর কোন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রে বিপর্যস্ত হতে দিতে চাই না। এ জাতিকে আগামি দিনে নেতৃত্ব দেবার জন্য এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই রাষ্ট্রকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠনের জন্য এবং বিশ^ রাষ্ট্রগুলোর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবার জন্য দেশনায়ক তারেক রহমান আমাদেরকে প্রস্তুত করেছেন। তেমনি পুরো জাতিকে প্রস্তুত করবার জন্য তার সমস্ত নেতাদেরকে তার সমস্ত বিশ^স্ত হাতিয়ারকে সারাদেশে পাঠাচ্ছেন। তার নির্দেশেই সারা জাতি ও বিএনপিকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছি। তাই বলবো আপনারা ঐক্যবদ্ধ হোন।
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান ও লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। প্রতিনিধি সভার সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
লক্ষ্মীপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
লক্ষ্মীপুরে অনূর্ধ্ব-১৫ ফুটবল বাছাই-প্রতিযোগিতা অনুষ্ঠিত