মোহাম্মদ হাছান, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সদস্য সচিব ও চন্দ্রগঞ্জ ইউপি’র সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু।
বৃহস্প্রতিবার (৯ জানুয়ারী) কুমিল্লা শিক্ষা বোর্ডের এক পত্রের বরাতে এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করেন।
গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বিলুপ্ত করা হয়। তারই ধারাবাহিকতায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সরকারী বিধি মোতাবেক এডহক কমিটি অনুমোদন করা হয়।
এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো. ইস্রাফিল, সদস্য মো. এনামুল হক(রতন)।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে গুম’র শিকার বিএনপি নেতা ফারুকের সন্ধানে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুরে ঘরে ডুকে নারীকে গণধর্ষণ, গ্রেফতার-২
লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে হত্যা: ছাত্রদল নেতাসহ গ্রেফতার-২, মানববন্ধন ও বিক্ষোভ