লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে আলী আহম্মদকে সভাপতি ও মোহাম্মদ ওমর ফারুককে সাধারণ সম্পাদক করা হয়।
সোমবার (২৭ জানুয়ারি)সমিতির এক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে দুই বছর মেয়াদী ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন জেলা সহ-সভাপতি শম্ভুলাল মজুমদার। এসময় সাবেক সভাপতি আবদুর রহিম, আবদুস শহিদসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শম্ভুলাল মজুমদার, আমিনুল আহচান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ও মোঃএনামুল এলাহী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ টিপু সুলতান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ আবুল কাশেম, অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, দপ্তর সম্পাদক শফি উদ্দিন মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ারা আক্তার এবং যুগ্ম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লিংকন মহাজন।
কমিটির সম্মানিত সদস্যরা হলেন, মোঃ আবদুস সাত্তার, মোঃ রুহুল আমিন ভূঁঞা, মো. আবুল হোসেন, মো. দিদার হোসেন, মোঃ জসিম উদ্দিন হাওলাদার, মো. ইসমাইল হোসেন, কাজী মোঃসাহাব উদ্দিন ও মো. আবু জাহের।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রায়পুর সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ আহত ২জন