লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গনে আ’লীগ ও যুবলীগের কয়েকজন জয়বাংলা শ্লোগান দিয়ে লিফলেট বিতরণ করার চেষ্টা করে। এসময় উত্তেজিত জনতা তাদের ধাওয়া দেয়। পরে দুইজনকে গনধোলাই দিলেও পরান চৌধুরী নামে একজনকে পুলিশে সোর্পদ করা হয়। অন্যজন পালিয়ে যায়। এঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবীতে আইনজীবিদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচে এই ঘটনা ঘটে।
পুলিশ, আইনজীবি ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীদের আদালতে হাজির করা হয়। এছাড়া অন্য কয়েকজন জামিনে থাকা আসামীও আদালতে হাজিরা দিতে আসেন। পরে হাজিরা দিয়ে বের হন আসামীরা। এসময় গ্রেফতারকৃত ও জামিনে থাকা আসামীরা আদালত প্রাঙ্গনে জয়বাংলা শ্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে জামিনে থাকা আসামী সাবেক জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহল আমিনের নেতৃত্বে কয়েকজন আওয়ামীলীগ ও যুবলীগের কর্মীরা লিফলেট বিতরন করার চেষ্টা চালায়।
এসময় আদালতে থাকায় উত্তেজিত জনতা তাদের ওপর হামলা ও ধাওয়া করে। ঘটনস্থলে একজনকে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়। অন্যজন পালিয়ে যায়। এরপর আদালত প্রাঙ্গনে লক্ষ্মীপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ল’ ইয়াস কাউন্সিলের আইনজীবিরা বিক্ষোভ সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন, জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আহমেদ ফেরদৌস মানিক ও এডভোকেট মহসিন কবির মুরাদসহ অনেকেই।
এসময় বক্তারা বলেন, খুনি হাসিনার দোসরাও এখনো বিভিন্নভাবে চক্রান্ত করছে। আদালত প্রাঙ্গনে জয়বাংলা শ্লোগান দিয়ে লিফলেট বিতরন করার সাহস পায় কিভাবে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। বলেন, অনতিবিলম্ভে জড়িতদের চিহিৃত করে গ্রেফতারের দাবী জানান তারা। অন্যথায় আরো কঠোর কর্মসুচি হুশিয়ারী দেন তারা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, আদালত প্রাঙ্গনে গনধোলাই দিয়ে পরান চৌধুরী নামে একজনকে পুলিশে সোর্পদ করা হয়েছে। এঘটনায় আদালত প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৪০ জনের আহ্বায়ক কমিটি অনুমোদন, ৩০জনের পদত্যাগ
বর্তমান প্রজন্মের দেশপ্রেম আমাদেরকে অনুপ্রানিত করে, লক্ষ্মীপুরে এ্যানি
নোয়াখালীর চরমটুয়ায় প্রবাসীর বসতঘরে ফের হামলা: নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার