লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে শাকচরে ব্যবসায়ী পারভেজ হোসেনকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিহত পারভেজ হোসেনের ভাই ফয়েজ আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এঘটনায় চররুহিতা ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মো. রাকিব হোসেন ও রবিউল ইসলামসহ দুইজনকে গ্রেফতার করা হয়। ভোররাতে ওই এলাকায় অভিযান চালিযে তাদের গ্রেফতার করা হয়। অপরদিকে এঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ব্যবসায়ী,স্বজন ও এলাকাবাসী। দুপুরে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসুচি পালন করা হয়। এসময় মানববন্ধন কর্মসৃুচি থেকে দাবী করা হয়, পারভেজ হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের গ্রেফতারের দাবী জানান তারা।
এর আগে ৩১ জানুয়ারী রাতে শাকচর বাজারে ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে মোটসাইকেল যোগে বাড়ির দিকে যাওয়ার পথে নিখোঁজন হন পারভেজ হোসেন। নিখোঁজের চারদিন পর সোমবার রাতে চরুরহিতার একটি ধানক্ষেতে মুখ বাঁধা অবস্থায় পারভেজ হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত পারভেজ একই উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে ও পেশায় ব্যবসায়ী।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এঘটনা দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে। তবে অপহরণ, মুক্তিপণ দাবী,নাকি পারিবারিক বা ব্যবসায়িক দ্বন্ধে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে কিনা, সেই বিষয়টি মাথা নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে গুম’র শিকার বিএনপি নেতা ফারুকের সন্ধানে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুরে ঘরে ডুকে নারীকে গণধর্ষণ, গ্রেফতার-২
লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর স্বশস্ত্র হামলা ও গুলি, ৪ সাংবাদিক আহত