লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে চার সাংবাদিকদের ওপর হামলা ও গুলি করে আহত করার ঘটনায় ১৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত সাংবাদিক রফিকুল ইসলাম বাদী হয়ে বুধবার দুপুরে চন্দ্রগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করা হয়। এই মামলায় ৩ জনকে গ্রেপ্তার করছে পুলিশ। বুধবার ভোররাতে গনেশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারেক আজিজ, আরমান হোসেন ও জাহিদ হাসান গ্রেপ্তার করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাউছার হামিদ। তিনি বলেন, ‘হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে এই মামলা দায়ের হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করা হয়। এই মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার গনেশ্যামপুর এলাকায় মারামারি ও জমি দখলের সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহের জন্য লক্ষ্মীপুর থেকে দুটি মোটসাইকেলযোগে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন চার সাংবাদিক। এসময় দত্তপাড়া কলেজ থেকে কিছুদূর সামনে গেলে গনেশ্যামপুর এলাকায় ৭ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী সাংবাদিকদের মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে সাংবাদিক রফিকুল ইসলাম বিষয়টি জানার চেষ্টা করলে তার ওপর ধারালে অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়।


আরও পড়ুন
চন্দ্রগঞ্জে ৪৩৮তম হযরত দেওয়ান শাহ (রাঃ) মেলা এবারও হচ্ছে না
মাওলানা আবু মূসা ফাউন্ডেশনের উদ্যোগে চরশাহীতে ১০টি মসজিদে গরম পানির হিটার বিতরণ
নুরুল্যাপুর মাদ্রাসার শিক্ষকরা নীতিমালা উপেক্ষা করে ব্যবসায় মগ্ন! শিক্ষা না বাণিজ্য?