লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যা মামলার আসামী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব হোসেনকে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে ছাত্র-জনতা। শুক্রবার দুপুরে রামগঞ্জ বাসটার্মিনাল এলাকায় জনতা তাকে আটক করে গনধোলা দেয়। পরে পুলিশ তাকে আটক করে। আটককৃত সাকিব হোসেন ৪ আগষ্ট চার শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামী। শেখ হাসিনার পতনের পর লাপাত্তা হয় এই সাকিব হোসেন। সাবিক হোসেন থানা ছাত্রলীগের সদস্য ও সদর উপজেলা আটিয়াতলী এলাকার সেলিম ভূইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাকিব হোসেনের নেতৃত্বে জকসিন বাজার, জুগিরহাট ও ঝুমুর সিনেমা হল এলাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতন করা হয়েছিলো। সবশেষ চার আগষ্ট লক্ষ্মীপুর মাদাম ব্রীজ ও তমিজ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও এলোপাতাড়ি গুলি করে চার শিক্ষার্থী হত্যার ঘটনার সাথে প্রকাশ্যেই জড়িত ছিল সাকিব হোসেন। ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভূক্ত আসামী সাকিব হোসেন। এরপর থেকে আত্নগোপনে চলে যায় সে। শুক্রবার দুপুরে রামগঞ্জ বাসটার্মিনাল এলাকায় ঘুরাঘুরি করার সময় স্থানীয় জনতা তাকে আটক করে গনধোলাই দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাকিব হোসেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। পাশাপাশি লক্ষ্মীপুর সদরে বৈষম্যবিরোধী চার শিক্ষার্থী হত্যা মামলার পলাতক আসামী ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করে সদর থানায় পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের নেতাকমীদের ওপর হামলা ও নির্যাতনের অনেক অভিযোগ রয়েছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ধর্ষণ চেষ্টা ও পর্ণোগ্রাফি মামলার আসামী গ্রেফতার
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী সাদ্দাম গ্রেফতার
ইসলাম, হ্যাঁ; ইসলামী দল, না