বিশেষ প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের ব্রহ্মপুর উদয় সাধুর হাটের উত্তর পাশে বানিয়া বাড়িতে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে একদল মুখোশধারী সন্ত্রাসী হামলা চালিয়ে ওমান প্রবাসী আফসারের বসতঘর ভাঙচুর করে।
এসময় সন্ত্রাসীরা আফসারের বাড়ির জানালা, দরজা, আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। এই ঘটনার পর সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তবে হামলার পর থেকে সন্ত্রাসীরা আফসারের পরিবারকে নানা ধরনের হুমকি-ধমকি দিতে থাকে, যার ফলে ওই পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রবাসী আফসারের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি তারা জোর দাবি জানান। তারা আরও বলেন, ছাত্র সমন্বয় ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন, যেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়াহয়।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১৬ ও ১৭ জুলাইও এই প্রবাসী পরিবারটির ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল, তবে তখনো অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন আফসারের পরিবার।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সালিশে ধর্ষণের বিচার না পেয়ে কিশোরীর আত্মহত্যা: অভিযুক্ত রাকিব গ্রেফতার
ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে লক্ষ্মীপুরে মহিলা দলের বিক্ষোভ ও মানববন্ধন
লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় জেলা জামায়াতের আমীরসহ ৩জন আহত