মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

জামায়াত নেতা আজহারুলের মুক্তি ও নিবন্ধন পূর্নবহালের দাবীতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও নিবন্ধন পূর্নবহালের দাবীতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত ইসলামী।

মঙ্গলবার বেলা সাড়ে ৯টার দিকে শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গনে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াত ইসলামীর আমীর মাস্টার রুহল আমিন ভূইয়া,নায়েবে আমীর এআর হাফিজ উল্যাহ,এডভোকেট নজির আহমেদ, সেক্রেটারী জেনারেল ফারুক হোসাইন মো. নুরনবী,সহকারী সেক্রেটারী মাওলানা নাছির উদ্দিন ও এডভোকেট মহসিন কবির মুরাদ, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান ও সেক্রেটারী হারুনুর রশিদ, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। পরে মিছিটি চকবাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে ঠিকই। কিন্তু এখন পর্যন্ত এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়া হয়নি। পাশাপাশি জামায়াতের নিবন্ধন ফিরে দেয়া হয়নি। অনতিবিলম্ভে জামায়াত নেতার মুক্তি ও নিবন্ধন পূর্নবহালের দাবী জানান তারা। অন্যাথায় জামায়াতের নিবন্ধন দাড়িঁপাল্লা না পাওয়া পর্যন্ত কোন নির্বাচন হতে দেয়া হবে না বলে হুশিয়ারী দেন জামায়াতের নেতারা। বিক্ষোভ মিছিলে কয়েক হাজার জামায়াত ও শিবিরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


শেয়ার করুন

আরও পড়তে পারেন..