লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালেয়র ম্যানেজিং কমিটির সভাপতি, চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সদস্য সচিব আনেয়ার হোসেন বাচ্চু।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, থানা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ মুন্সী, থানা যুবদলের অন্যতম সদস্য, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্যা, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর নুর, সাঃ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য এনামুল হক রতন, অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও কয়েকশত ছাত্র/ছাত্রী।
উপস্থিত বক্তারা ১৯৫২’র ভাষা আন্দোলন সম্পর্কে ইতিহাসমুখী আলোচনা করেন। এছাড়াও বক্তারা ২৪’র জুলাই আন্দোলন এবং বাংলাদেশের বিভিন্ন ইতিহাস সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন এবং দোয়া- মোনাজাতের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম সমাপনী বক্তৃতায়, ‘দেশের ভাষার ইতিহাস, ভাষা ও শহীদ দিবস সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন, এছাড়াও সকল শিক্ষার্থীকে আদব এবং বিনয়ের সহিত চলার জন্য বলেন।’
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রায়পুর সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ আহত ২জন