লক্ষ্মীপুর প্রতিনিধি
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে স্বাধীনতার ইতিহাস ও ঐতিহ্য তৃনমূল পর্যায়ে পৌঁছাতে লক্ষ্মীপুরে ৩৬টি ইউপি কার্যালয়ে লাইব্রেরি স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। শুক্রবার সকালে সদর উপজেলার মান্দারী ও চরশাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই লাইব্রেরি কার্যক্রম শুরু করা হয়।

সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউপি প্রশাসক মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, গবেষক ও লেখক কুদরত-ই-হুদা, কবি জুননু রাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা ও সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অভি দাস প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ব্যতিক্রমী কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়। তবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারন মানুষ। তাদের দাবী, অনেক তথ্যের প্রয়োজন হয়। কিন্তু সময় ও অর্থের কারনে তথ্য সংগ্রহ করা কষ্ট সাধ্য হয়। এখন ইউনিয়ন পর্যায়ে এসব লাইব্রেরিতে গিয়ে অনেক তথ্য জানতে পারবো। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ তথ্য জানতে বই পড়তে পারবো। এটি এই প্রথম এই জেলায় একটি ভালো উদ্যোগ। এটি অব্যাহত রাখার দাবী জানান তারা।
জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, ‘তৃনমূল পর্যায়ে স্বাধীনতার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন। জেলার ৫৮টি ইউনিয়ন, ৫টি উপজেলা পরিষদ ও চারটি পৌরসভায় লাইব্রেরি স্থাপন করা হবে। প্রথম দিনে ৩৬টি ইউপি কার্যালয়ে লাইব্রেরী স্থাপন করা হয়। এসব লাইব্রেরীতে স্থান পাবে, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, ভাষা আন্দোলন থেকে শুরু করে সবশেষ জুলাই-আগষ্টের বিপ্লব সংক্রান্ত সকল বই। এই লাইব্রেরী থেকে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে শুরু করে সবাই নিজের প্রচন্দের বই পড়তে পারবে। এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে বর্তমান প্রজন্ম তাদের ইতিহাস জানতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীসহ স্থানীয়দের বই পড়ার উৎসব বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি ।’
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সালিশে ধর্ষণের বিচার না পেয়ে কিশোরীর আত্মহত্যা: অভিযুক্ত রাকিব গ্রেফতার
ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে লক্ষ্মীপুরে মহিলা দলের বিক্ষোভ ও মানববন্ধন
লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় জেলা জামায়াতের আমীরসহ ৩জন আহত