“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এমন প্রতিপাদ্যকে সামনে নিয়ে লক্ষ্মীপুরে বই মেলার উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সাহিত্যিক হরিশংকর জলদাস। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী জেলা কালেক্টর প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বইমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: আকতার হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান ও লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মোহাম্মদ ইউসুফ হোসেন।
এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪টি স্টল অংশগ্রহণ করে। ছয় দিনব্যাপী এই বইমেলাটি ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার পর্যন্ত চলবে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রায়পুর সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ আহত ২জন