মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুরে ৬দিন ব্যাপী বই মেলার উদ্বোধন

শেয়ার করুন

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এমন প্রতিপাদ্যকে সামনে নিয়ে লক্ষ্মীপুরে বই মেলার উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সাহিত্যিক হরিশংকর জলদাস। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।

বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী জেলা কালেক্টর প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বইমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: আকতার হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান ও লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মোহাম্মদ ইউসুফ হোসেন।

এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪টি স্টল অংশগ্রহণ করে। ছয় দিনব্যাপী এই বইমেলাটি ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার পর্যন্ত চলবে।


শেয়ার করুন