বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪০৪ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গণনা শেষে রাত ১১:৪৫মি. দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজগর হোসেন।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক হন মো. রফিক উল্যাহ।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি মো. আবদুল মজিদ, মো. সামছুউদ্দিন, সহ-সম্পাদক- কামরুল হাসান রনি, আরাফাত হোসাইন সুমন, পাঠাগার সম্পাদক- মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক- মো. রেহানুল ইসলাম, অডিটর- জিহাদ হোসাইন, সদস্য- সাইফুল ইসলাম দিপু, আমিরুন নাহিন নেপচুন, নিগার হায়দার, মো. শিহাব উদ্দিন, মো. রাসেল হোসেন ও মো. জাকির হোসেন মোহন।


আরও পড়ুন
চন্দ্রগঞ্জে ৪৩৮তম হযরত দেওয়ান শাহ (রাঃ) মেলা এবারও হচ্ছে না
মাওলানা আবু মূসা ফাউন্ডেশনের উদ্যোগে চরশাহীতে ১০টি মসজিদে গরম পানির হিটার বিতরণ
নুরুল্যাপুর মাদ্রাসার শিক্ষকরা নীতিমালা উপেক্ষা করে ব্যবসায় মগ্ন! শিক্ষা না বাণিজ্য?