মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

রমজানে দ্রব্যমূল্যের বাজর নিয়ন্ত্রনে রাখতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও পুলিশ সুপার আকতার হোসেনের নেতৃত্বে বিভিন্ন বাজার মনিটরিং কমিটির সদস্যরা অভিযান পরিচালনা করা হয়।

রোববার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের ভোজ্যতেলের বাজার, মাছ বাজার,কাঁচাবাজার, মুরগী ও মাংশ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় দ্রব্যমূল্যের দাম নিয়ে বাজার মনিটরিং কমিটি ভোক্তাদের সাথে কথা বলেন।

পাশাপাশি রমজানের শুরুতে অভিযান পরিচালনা করা হলেও বেশ কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠানের মালিককে সর্তক করে দেয়া হয়। এই কারনে কোন জরিমানা করা হয়নি। তবে অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া বাজার অস্থীতিশীল করা বা সিন্ডিকেট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে বলে জানান জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
তিনি বলেন, প্রথম দিনে কয়েকটি দোকানকে জরিমানা না করে প্রাথমিকভাবে সর্তক করা হয়েছে। ইতিমধ্যে প্রতিনিয়ত বাজার মনিটরিং করার কারনে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে আসতে শুরু করেছে। রমজান জুড়ো চলবে এই অভিযান।

এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফসহ  জেলা ভোক্তা অধিকার,জেলা কৃষি বিপনন বিভাগ ও মৎস্য বিভাগের কর্মকর্তা এবং জেলা প্রশাসনের বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্টেট।
এদিকে পুলিশ সুপার আকতার হোসেন বলেন, রমজানে বাজার নিয়ন্ত্রনে রাখতে জেলা প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনও কাজ করছে। পাশাপাশি সড়কের দু-পাশে অবৈধভাবে স্থাপনার কারনে যে যানজট সৃষ্টি হয়। সেটা নিরশনে কাজ করা হচ্ছে। এছাড়া বাজারে কেউ যেন সিন্ডিকেট গড়ে তুলতে না পারে,সেদিকে আইনশৃংখলা বাহিনীর নজরদারী রয়েছে।


শেয়ার করুন