লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের পবিত্র রমজান উপলক্ষ্যে শৃঙ্খলা অভিযান পরিচালনা করা হয়।
সোমবার ও মঙ্গলবার উপজেলা প্রশাসনের নির্দেশনায় চন্দ্রগঞ্জ থানা প্রশাসন এবং চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির তত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে চন্দ্রগঞ্জ বাজারের নতুন মাছ বাজার শেডে মাছ দোকান স্থানান্তর, রাস্তার উপরে বসা ফুটপাতের দোকান সরিয়ে দেওয়া এবং বাজার থেকে ভ্রাম্যমান ভ্যান গাড়ি নিষিদ্ধ করা হয়।
দুই দিনের এই অভিযানে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা ও থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন (বাচ্চু), যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ মুন্সী, ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যা, সদস্য এনামুল হক রতন, এরশাদ আলম, ইব্রাহিম খলিল, তসলিম খান সুমন, কামরুল ইসলাম রিপন, জসিম উদ্দিন, ওমর ফারুক রাজু, মুজাহিদুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, থানা যুবদলের সদস্য ওমর খান, বিএনপি রাজনৈতিক নেতা, জালাল আহম্মদ, মনির হোসেন, মহিন উদ্দিনসহ চন্দ্রগঞ্জ থানার একদল পুলিশ সদস্য।
গত ২৪ ফেব্রুয়ারী লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা চন্দ্রগঞ্জ বাজার পরিদর্শনকালে কিছু নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনা গুলো বাস্তবায়ন করতেই যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্যা বলেন, ‘চন্দ্রগঞ্জ বাজারের শৃঙ্খলার জন্য সমগ্র রমজান এবং রমজান পরবর্তী সময়েও এই অভিযান অব্যাহত থাকবে। যারা বাজারের নিয়ম শৃ্ঙ্খলা মেনে ব্যবসা করবেনা তাদের বাজারে ব্যবসা করার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।’
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ‘চন্দ্রগঞ্জ বাজার লক্ষ্মীপুর জেলার মধ্যে অনেক বড় এবং ব্যস্ততম একটি বাজার। বাজারের শৃঙ্খলার জন্য সবসময় আমাদের ফোর্স নিয়োজিত থাকে। রমজান উপলক্ষ্যে যাতে কোন প্রকার ঝামেলা না হয় সেজন্য উপজেলা প্রশাসনের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ধর্ষণ চেষ্টা ও পর্ণোগ্রাফি মামলার আসামী গ্রেফতার
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী সাদ্দাম গ্রেফতার
এনআইডি সেবা স্থানান্তরের প্রতিবাদে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি