তিনি বলেন, ৫ আগষ্ট সারাদেশে থানাগুলোতে হামলা ও অগ্নিসংযোগ করে যেসব অস্ত্র লুট করা হয়েছে। ৬মাস অতিবাহিত হলেও লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। আর এসব অস্ত্র ও আওয়ামীলীগের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে দেশে আইনশৃংখলার অবনতি ও সমাজে বিশৃংখলার চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসর ও সঙ্গীরা। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসর,সাঙ্গ-পাঙ্গরা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। লুট হওয়ায় অস্ত্র উদ্ধারে অন্তবর্তীকালীন সরকারকে বিশেষ অভিযান চালাতে হবে। এতে বিএনপির সমর্থন ও সহযোগিতা থাকবে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা কাজ করছেন। তারাই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে প্রায় ১হাজার বান্ডাইল ঢেউটিন বিতরন করা হয়। দেশে যেভাবে আইনশংখলা অবনিত হচ্ছে। চুরি ডাকাতি,হানা-হানি ও মারামারি হচ্ছে। থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো সন্ত্রাসীদের কাছে থাকার কারনে দিনদিন আইনশৃঙখলা অবনতি হচ্ছে। দ্রুত এসব অস্ত্র উদ্ধার না হলে আগামীতে নির্বাচনের সময় এসব অস্ত্র দিয়ে কেন্দ্র দখল করার পায়ঁতারা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কিন্তু সেটা কোনভাবে আর করতে দেয়া হবেনা। সবাইকে সঙ্গ নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে,কিন্তু প্রতিহিংসা থাকতে পারবেনা। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবব্ধ থাকতে হবে। সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়তে হবে। স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে অনেক পিছিয়ে দিয়েছে। সেখান থেকে উদ্ধার করে আমাদেরকে আসতে হলে একদিকে সংস্কার প্রয়োজন। আরেকদিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি।তাই সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সবাই লক্ষ্য রাখতে হবে বলে জানান তিনি।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রায়পুর সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ আহত ২জন