লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে কমলনগরে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূইয়া গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের করইতলা বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূইয়ার ব্যবহৃত প্রাইভেটকারটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তাই অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। এসময় প্রাইভেটকারের চালক জাকির হোসেন ও জেলা আমীরের সফরসঙ্গী পৌর জামায়াতের নায়েবে আমীর মো. জহিরুল ইসলামও আহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় মাস্টার রুহুল আমিনকে সদরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রামগতিতে জামায়াতের সাংগঠনিক প্রোগ্রামে অংশ নিতে জেলা জামায়াতের আমীর নিজ প্রাইভেটকার করে লক্ষ্মীপুর থেকে রওনা দেন। দুপুর বারোটার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের করইতলা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় জেলা জামায়াতের আমীর এস এম ইউ রুহল আমিন,পৌর জামায়াতের নায়েবে আমীর মো. জহিরুল ইসলাম ও গাড়ি চালক জাকির হোসেন আহত হয়। প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সদরে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুর আমিন ভূইয়াকে রক্ষা করেছেন। তাদের সুস্থ্যতার জন্য নেতাকর্মীসহ সকলের দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন জেলা জামায়াতের নেতা মহসিন কবির মুরাদ।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,অভিযুক্ত ট্রাকের চালক ও ট্রাককে জব্দের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সালিশে ধর্ষণের বিচার না পেয়ে কিশোরীর আত্মহত্যা: অভিযুক্ত রাকিব গ্রেফতার
ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে লক্ষ্মীপুরে মহিলা দলের বিক্ষোভ ও মানববন্ধন
নির্বাচন ও সংস্কার জরুরী, লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান প্রয়োজন : এ্যানী