লক্ষ্মীপুর প্রতিনিধি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশন (ইসি) থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা ও উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে জেলা নির্বাচন ও সদর উপজেলা নির্বাচন অফিসের এনআইডি শাখার কর্মকর্তাদের নেতৃত্বে এ কর্মসূচি শুরু করা হয়। একই সাথে জেলা আরো ৪টি উপজেলায় একযোগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার এনআইডি ও জন্ম নিবন্ধনসহ নাগরিক নিবন্ধন সেবা তদারকির জন্য ‘সিভিল রেজিস্ট্রেশন কমিশন’ নামে একটি নতুন স্বাধীন সংস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী বলেন, `বার বার এই জাতীয় পরিচয়পত্র সেবা স্থানান্তরের চেষ্টা করা হয়েছে। এই সেবা অন্য কোন শাখায় স্থানান্তর করা হলে জাতীয় পরিচয়পত্রের নিরাপত্তা বিঘ্নিত হবে পাশাপাশি সাধান জনগণের হয়রানী বাড়বে।’
জেলা নির্বাচন কর্মকর্তারা মো. আব্দুর রশিদ জানান, `এনআইডি সেবা ইসি থেকে স্থানান্তরের পরিকল্পনা ঠেকাতে সারা দেশের ন্যায় তারা আন্দোলনে নেমেছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই কর্মবিরতির সময় ও দিন আরো বাড়তে পারে।’


আরও পড়ুন
চন্দ্রগঞ্জে ৪৩৮তম হযরত দেওয়ান শাহ (রাঃ) মেলা এবারও হচ্ছে না
মাওলানা আবু মূসা ফাউন্ডেশনের উদ্যোগে চরশাহীতে ১০টি মসজিদে গরম পানির হিটার বিতরণ
নুরুল্যাপুর মাদ্রাসার শিক্ষকরা নীতিমালা উপেক্ষা করে ব্যবসায় মগ্ন! শিক্ষা না বাণিজ্য?