লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ধর্ষণ চেষ্টা ও অশ্লীল ছবি এবং ভিডিও ধারনের অভিযোগে সাহাব উদ্দিন (৪৩) নামের এক প্রবাসীকে ধর্ষণ চেষ্টা ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় গ্রেফতার করা হয়। ভিকটিম খাদিজা আক্তার ইতি(১৭) এর মা পারভিন আক্তার বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন।
বুধবার (১৯মার্চ) দিবাগত রাত ৩টা ৪৫মি. সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় নগ্ন ছবি ও ভিডিও ধারন করার অভিযোগকৃত মোবাইলটি আসামীর নিকট থেকে উদ্ধার করে পুলিশ, তবে মোবাইলে ভিকটিমের কোন নগ্ন ছবি পেয়েছে কিনা জানতে চাইলে এখন জানানো যাবে না বলে জানান, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) শাহিদ হোসাইন।
পুলিশ ও এজাহার সূত্রে জানাযায়, গত ১৫ ফেব্রুয়ারী ও ১৩মার্চ পৃথক পৃথক সময়ে চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুর গ্রামের কানার বাড়ির বাদীনির উঠানে এবং টয়লেটের দরজার সামনে গ্রেফতারকৃত বিবাদী সাহাব উদ্দিন খাদিজা আক্তার ইতিকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা ও অশ্লীল ছবি, ভিডিও ধারন করে। ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এদিকে মামলায় গ্রেফতারকৃত আসামীর পরিবারের দাবী, কিছু দিন আগে আসামীর ছোট ভাই খোরশেদ আলমকে ৫টি অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এখন আবার সাহাব উদ্দিনকে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ‘ধর্ষণ চেষ্টা ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার মূল আসামী সাহাব উদ্দিনকে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।’ আসামীর পরিবারের অভিযোগের বিষয়ে জানতে চাইলেন তিনি বলেন, ‘ওগুলো তদন্ত সাপেক্ষে বলা যাবে, এখনই কিছু বলা যাবে না।’
আরও পড়ুন
লক্ষ্মীপুরে শিশুকে গুলি করার ঘটনায় ৩জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১
শহীদদের রক্তের বদলা নেওয়ার জন্য ওয়াদাবদ্ধ শিবির সভাপতি জাহিদুল
আ’লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিবেনা, লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ