লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে সদরের চরউভূতি ও রায়পুরের চরমোহনা এলাকায় আলাদাভাবে ৬ বছরের দুই শিশুকে ধর্ষনের চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে নির্যাতিত ওই দুই শিশুর মা রায়পুর ও সদর থানায় পৃথকভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুইটি মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্ত মনির হোসেন(৩০) ও রিপন হোসেন(১৮) কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার চকবাজার থেকে রিপন হোসেন ও রায়পুর উপজেলার চরমোহনা এলাকায় থেকে মিনর হোসেনকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও ভূক্তভোগী দুই শিশুর স্বজনরা জানায়, ১৮ মার্চ বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জের চরউভূতি এলাকায় ৬ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দিয়ে ধর্ষনের চেষ্টা করে রিপন হোসেন নামে এই বখাটে। অপরদিকে রায়পুর উপজেলার চরমোহনা এলাকায় অপর শিশুকে একই কায়দা ডেকে নিয়ে সুপারীবাগানে ধর্ষনের চেষ্টা করে অভিযুক্ত মনির হোসেন। বিষয়টি জানাজানির পর স্থানীয়ভাবে একটি প্রভাবশালী চক্র দুইটি ঘটনায় মিমাংসার নামে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পুলিশের সহযোগিতায় নির্যাতিত দুই শিশুর পরিবার থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। এরপর অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।
সদর ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ও নিজাম উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে শিশুকে গুলি করার ঘটনায় ৩জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১
শহীদদের রক্তের বদলা নেওয়ার জন্য ওয়াদাবদ্ধ শিবির সভাপতি জাহিদুল
আ’লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিবেনা, লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ