লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থী হাবিবুল্লাহ বাহারের ওপর হামলার ঘটনায় বিচার চাইতে এসে মারধরের শিকার হন ছাত্র প্রতিনিধি ইলমান ফারাবিসহ কয়েকজন। শনিবার দুপুর ১টার দিকে সদর মডেল থানার ভেতরে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম সৈকতসহ তার লোকজন ফারাবিদের মারধর করে বলে অভিযোগ উঠেছে। এতে ২ জন আহত হয়েছে।
এর আগে পৌর শহরের বাইশমারা এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে রিকশা ভাড়া নিয়ে বাকবিতন্ডার জেরে শিক্ষার্থী হাবিবুল্লাহ বাহারকে মারধর করে স্থানীয়রা। পরে রিকসা চালককে আটক করে পুলিশ। এই ঘটনায় পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র প্রতিনিধি ফারাবিসহ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে। পরে তারা সদর মডেল থানার সামনের মূল ফটকে বিচারের জন্য এসে জড়ো হয়। থানার ভেতরেই তাদের সঙ্গে লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সৈকতসহ তার লোকজন তাদের মারধর করে। এতে ফারাবিসহ ২ জন আহত হয়। এ ঘটনায় তারা বিচারের দাবিতে থানা গেইটে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক একেএম ফরিদ উদ্দিন, জেলা ছাত্রদল নেতা রাজন হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি সৌরভ হোসেন ও শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন উত্তেজিত শিক্ষার্থীসহ উভয়পক্ষকে সঠিক বিচার করার আশ্বাস দিয়ে শান্ত করে। পরে ঘটনাটি নিয়ে ওসির কক্ষে বৈঠকে বসেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও যুবদল-ছাত্রদল ও জামায়াত-শিবিরের নেতারা। এতে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে রিকশা ভাড়া নিয়ে বাকবিতন্ডার জেরে শিক্ষার্থী হাবিবুল্লাহ বাহারকে মারধর করার ঘটনায় অভিযুক্ত রিকসা চালকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়। এছাড়া পলিকটেকনিক শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্গিত বিষয়টি উভয়পক্ষের বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য সবাই একমত হন। তবে বিষয়টি নিষ্পত্তি না হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রতিনিধি ইলমান ফারাবি বলেন, থানায় বিচার চাইতে এসে হামলার শিকার হতে হচ্ছে। এটি কোনভাবে কাম্য হতে পারেনা। তবে থানায় উভয়-পক্ষের বেঠকের মাধ্যমে মিমাংসা করার আশ্বাস দেয়া হয়। যদি সঠিক বিচার না হয়,তাহলে শিক্ষার্থীদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের নিকট দাবী জানান তারা।
পৌর ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম সৈকত বলেন, রিকশা ভাড়া নিয়ে পলিটেকনিকের সামনে এক ছাত্রের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তারা পৌর ১২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বিপ্লবকে দোষারোপ করে। তাকে ধরে এনে মারধরের হুমকি দেয় শিক্ষার্থীরা। ঘটনাটি জানতে থানায় আসলে তারা ক্ষুদ্ধ হয়ে উঠে তেড়ে আসে। এসময় তাদের সঙ্গে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোনাফ বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতার হাতাহাতির ঘটনায় দলের সিনিয়র নেতারা রোববার বসবেন। উভয়পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটলে সিনিয়র নেতারা দায়ভার নেবেন। এছাড়া পলিটেকনিকের সামনে ছাত্রের ওপর হামলার ঘটনায় মামলা হবে।
আরও পড়ুন
শহীদদের রক্তের বদলা নেওয়ার জন্য ওয়াদাবদ্ধ শিবির সভাপতি জাহিদুল
আ’লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিবেনা, লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ
লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু-গ্রুপের গুলাগুলি: ১শিশু গুলিবিদ্ধ