লক্ষ্মীপুর থেকে ডিক্লারেশন পেল দৈনিক মেঘনার তীর নামে আরো একটি পত্রিকা।
সোমবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার পত্রিকার ঘোষনা পত্রটি প্রকাশক ও সম্পাদক আব্বাছ হোসেনের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জেপি দেওয়ান. অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মেজবাহুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবুর রহমান, এডভোকেট মহসিন কবির মুরাদ, ফ্রেন্ডস অফসেট প্রেসের মালিক মুহাম্মদ আনোয়ার জাহিদ,সিনিয়র সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, মো.রফিকুল ইসলাম, ফিরোজ উদ্দিন হাওলাদার ও মো. ইউসুফ আলী।
বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ শ্লোগান ধারন করে নতুন আঙ্গিকে পাঠকের চাহিদা মিটাতে শীঘ্রই বাজারে আসছে দৈনিক মেঘনার তীর পত্রিকাটি।
মেঘনার তীর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্বাছ হোসেন বলেন, লক্ষ্মীপুরে বেশ কয়েকটি স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা থাকলেও পাঠকের সময়োপযোগী চাহিদা মিটাকে পারেনি। তাই লক্ষ্মীপুরে সমস্যা, সম্ভাবনা, অনিয়ম দূনীর্তি, শিল্প, সাহিত্য,শিক্ষা-সাংস্কৃতিক উন্নয়নে সংবাদ পরিবেশন করাই আমাদের মূল লক্ষ্য। এই কমযজ্ঞ সম্পাদনে রয়েছে একজাঁক তরুন সংবাদকর্মী। আপনিও অংশ নিন আমাদের এই অগ্রযাত্রা।পত্রিকার প্রকাশক ও সম্পাদক বর্তমানে জনপ্রিয় ২৪ ঘন্টার নিউজ চ্যানেল ইনডিপেনডেন্ট টিভির স্টাফ স্টাফ রিপোর্টার হিসেবে এক যুগের বেশি সময় ধরে সুনামের সহিত কাজ করছে। এর পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) ও আজকের পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছে। এর আগে নিউজটুডে,রেডিওটুডে ও মানবজমিন পত্রিকাসহ জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় প্রায় দুই যুগের বেশি সময় ধরে কাজ করেছেন তিনি। এছাড়া মানবসেবায় নিজেকে একজন কর্মী হিসেবে স্বাস্থ্য সেবায় নিরলসভাবে কাজ করে আসছেন তিনি । বর্তমানে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক,এন্ড ডায়াগনষ্টিক ওর্নাস এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই আগামীতে মেঘনার তীর পত্রিকাটির মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের অধিকার নিশ্চিতে এই পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।
আরও পড়ুন
শহীদদের রক্তের বদলা নেওয়ার জন্য ওয়াদাবদ্ধ শিবির সভাপতি জাহিদুল
আ’লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিবেনা, লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ
লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু-গ্রুপের গুলাগুলি: ১শিশু গুলিবিদ্ধ