মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুরে বিধবার সম্পত্তির মাটি লুট, সংবাদ সংগ্রহে গেলে বিএনপি নেতার হুমকি

বিএনপি নেতা জাকির হোসেন

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে বিএনপি নেতা জাকির হোসেনের বিরুদ্ধে বিধবা নারীর ফসলী জমির মাটি লুটের অভিযোগ ওঠেছে। এসময় সংবাদ সংগ্রহে গেলে মাটি কাটা বন্ধ রেখে সটকে পড়ে ওই বিএনপি নেতা ও তার সহযোগীরা। তবে মুঠোফোনে মামলার ভয় দেখায় সংবাদ সংগ্রহে যাওয়া এই প্রতিবেদককে। সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামে ভুক্তভোগী ওই নারীর ফসলী জমি থেকে মাটি লুটের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিধবা নারী ঝর্ণা বেগম বশিকপুর ইউনিয়নের শেরপুর গ্রামের সৈয়দ রহমান মুন্সি বাড়ির মৃত সোহাগের স্ত্রী। অভিযুক্ত জাকির বশিকপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি।

ভুক্তভোগী ওই নারী ও স্থানীয়রা জানান, বশিকপুর-পার্বতীনগর দুই ইউনিয়নের সীমান্তবর্তী সোনাপুর গ্রামে ওই বিধবার ফসলী জমি। বিধবা ওই নারীর কোন অনুমতি না নিয়ে ফসলী জমি থেকে বিএনপি নেতা জাকির মাটি বিক্রি করেন সাবেক ইউপি সদস্য বাচ্চুর কাছে। জাকির বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় ভয়ে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না বলে জানান ওই নারী ও স্থানীয়রা। এঘটনার খবর পেয়ে এই প্রতিবেদক ঘটনাস্থলে গিয়ে খবর সংগ্রহ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটি লুটের বিষয়ে একটি পোস্ট দেন। স্বল্প সময়ে এনিয়ে এলাকায় শুরু হয় তোলপাড়। নেটিজেনরা বলছে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর জাকির এলাকায় এসে মানুষের হাঁস-মুরগী চুরি করে বনভোজন, সালিশের নামে বাণিজ্য, ডিস ব্যবসা দখলসহ নানা অভিযোগের ফিরিস্তি কমেন্ট করে জানান ওই এলাকার অনেকেই।

মাটি ক্রেতা বাচ্চু বলেন, চল্লিশ হাজার টাকার বিনিময়ে তিনি মাটি কিনেছেন।

এদিকে অভিযুক্ত জাকির বলেন, সংবাদটি প্রকাশ করা হলে তিনি মামলার হুমকি দেন এই প্রতিবেদককে।

তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙ্গিয়ে এধরনের কর্মকান্ড করায় স্থানীয়রা জাকিরের বিচার দাবি করেন।


শেয়ার করুন