লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বেআইনিভাবে একটি তিনতলা ভবনসহ ৪ কোটি টাকার সম্পত্তি দখল করার অভিযোগ উঠেছে ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে।
এঘটনায় বিএনপি নেতা লোকমান হোসেনসহ ৫০জনকে আসামী করে দখল ও ১ কোটি টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেন বাড়ির মালিক মো. মাইন উদ্দিন।
বৃহস্পতিবার সকালে সদর থানায় বাদী হয়ে মাইন উদ্দিন এই মামলা দায়ের করেন। মামলায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক লোকমান হোসেন, বাড়ি দখলকারী ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে আরো ৪৮জনকে অজ্ঞাত আসামী করা হয়।
এর আগে ভোররাতে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের ওই বাড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে জবরদখলকারী আনোয়ার হোসেনসহ ৪২জনকে গ্রেফতার করে। পরে চাঁদাবাজির মামলায় আটক ৪২জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। তিনি জানান, বাড়ি দখল ও চাঁদবাজির অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় ৪২জনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় ১০টি পিকআপ। এছাড়া অন্য আসামীদের গ্রেফতার অভিযান চলছে।
বাড়ির মালিক মাইন উদ্দিন জানান, সাড়ে ৪ কোটি টাকায় বাড়িটি বিক্রি করা হয়। কিন্তু আনোয়ার হোসেন ও তার লোকজন ১ কোটি টাকা চাঁদা দাবী করেন। চাঁদা না দেয়া ২৮ লাখ টাকা বায়না দিয়ে আনোয়ার হোসেন জোরপূর্বক মারধর করে বাড়িটি দখল করে নেন। এঘটনায় বিএনপি নেতা লোকমান হোসেনসহ ৫০জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখল মারধর করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। তবে জবরদখল ও চাঁদবাজির বিষয়টি সত্য নয় বলে দাবী করেন পুলিশের হাতে গ্রেফতার আনোয়ার হোসেন। তিনি সদর থানায় সাংবাদিকদের জানান, বাড়িটি আমি কিনছি। কিন্তু পুরো টাকা দেয়া হয়নি ঠিকই। বাড়ি রেজিস্ট্রেশন না দেয়ায় বাড়িটি দখলে নিই। আমি ষড়যন্ত্রের শিকার।
উল্লেখ্য, শহরের লক্ষ্মীপুর-রায়পুর সড়কের পাশে তিনতলা একটি ভবনের মালিক মালিক মাঈন উদ্দিন। একটি ব্যাংক থেকে ওই জমি কাগজপত্র জমা দিয়ে ৯ কোটি টাকা ঋণ নেয় তিনি।। ধারদেনায় পড়ে জমিসহ বাড়িটি বিক্রির জন্য আনোয়ারের সঙ্গে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্য নির্ধারণ করেন। এতে ২৮ লাখ টাকা দিয়ে একটি নন জুডিসিয়াল স্ট্যাম্পে বায়না চুক্তি করা হয়। নন জুডিসিয়াল স্ট্যাম্পে বায়না হলেও তা রেজিষ্ট্রি ছিল না। কিন্তু হঠাৎ বুধবার বিকেলে জোরপূর্বক লোকজন নিয়ে ভবনে ইস্টিকুটুমের সাইনবোর্ডটি সরিয়ে দিয়ে আনোয়ার হোসেন ট্রেডার্স নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে দখল করে নেন। পরে ভবনের সামনে ১০টি ট্রাক ও ড্রাম্প ট্রাক রেখে সামনের অংশ দখল করে রাখে। এর জের ধরে পুলিশ ও সেনাবাহিনী ভোররাতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৪২জনকে গ্রেফতার করে।
আরও পড়ুন
শহীদদের রক্তের বদলা নেওয়ার জন্য ওয়াদাবদ্ধ শিবির সভাপতি জাহিদুল
আ’লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিবেনা, লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ
লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু-গ্রুপের গুলাগুলি: ১শিশু গুলিবিদ্ধ