লক্ষ্মীপুর প্রতিনিধি
ঈদ-উল-ফিতরের প্রাক্কালে যানজট সমস্যা নিরসন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্মীপুর জেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
এই কার্যক্রমকে অধিকতর কার্যকর করতে লক্ষীপুরে অবস্থিত ৩৩ পদাতিক ডিভিশনের ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ট্রাফিক পুলিশ কর্তৃক ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। এপ্রেক্ষিতে, গত ২৭শে মার্চ বিকাল ০৩ ঘটিকায় সেনাবাহিনীর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর, স্থানীয় বাস ও সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ, চালক সমিতির প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় সেনাবাহিনীর পক্ষ থেকে যানজট নিরসনে গৃহীত পদক্ষেপসমূহ যেমনঃ চালকদের যত্রতত্র পার্কিং বন্ধ করা, রাস্তার উপরে অবৈধ অস্থায়ী দোকানপাট সরিয়ে ফেলা, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী নেয়া নিষিদ্ধ করার ব্যপারে অনুরোধ করা হয় এবং এর ব্যত্যয়ে কঠোর পদক্ষেপ নেয়ার ব্যাপারে হুশিয়ারি প্রদান করা হয়। সভায় লক্ষীপুর জেলার ট্রাফিক ইন্সপেক্টর যানজট নিরসনে তার গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। এছাড়াও উক্ত সভায় উপস্থিত সংশ্লিষ্ট সকলে গৃহীত সকল সিদ্ধান্তকে স্বাগত জানান।
উক্ত সভার পরিকল্পনা অনুসারে গত ২৭ মার্চ লক্ষীপুর জেলার মান্দারী ও চন্দ্রগঞ্জ এলাকায় এবং ২৮শে মার্চ রায়পুর ও রামগঞ্জ এলাকায় সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও সেনাবাহিনী নিয়ন্ত্রিত যৌথ দল উক্ত স্থানে চেক পয়েন্ট স্থাপন করে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করেছে। যার ফলাশ্রুতিতে উক্ত এলাকাগুলোর দীর্ঘদিনের যানজট ভোগান্তি কিছুটা কমিয়ে আনা সম্ভব হয়েছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ফেসবুকে ফাঁদ পেতে ১ যুবককে অপহরণ, গ্রেফতার-৪
লক্ষ্মীপুরে দীর্ঘদিনের অবহেলিত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবরোধ
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র প্রতিনিধি নির্বাচন, সভাপতি-কবির এবং সাঃ সম্পাদক-সবুজ