মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুরে শিশুকে গুলি করার ঘটনায় ৩জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১

গুলিবিদ্ধ শিশু আবিদা (ছবি সংগৃহিত)

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি
আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকায় শিশু আবিদা খাতুন(৭)  গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র আইন ও হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ শিশুর বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে অহিদ উদ্দিন,তার স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে ফাহিম হোসেনকে।
এর আগে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুর অপারেশন সম্পূন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শিশুর মা আমেনা বেগম ও অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. রেজাউল হক।
গুলিতে শিশুটির  কিডনী,লিভার ও পাকস্থালী ক্ষতিগ্রস্ত হয়। এখনো শংকামুক্ত নয় শিশুটি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পোষ্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে সে।  ঘটনার দুইদিন পার হলেও অভিযুক্ত সন্ত্রাসী অহিদ উদ্দিনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, তবে মামলা দায়েরের পরে মামলার এজাহার নামীয় ৩নং আসামী অহিদের স্ত্রী ফাতেমা বেগম (৪২)কে গ্রেফতার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গুলিবিদ্ধ শিশু আদিবা খাতুন একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে ও বশিকপুরের একটি নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
এদিকে শিশুটির মা আমেনা বেগম জানান, ‘মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ির উঠানে অহিদ উদ্দিনের মেয়ের সঙ্গে খেলছিল আবিদা। সেখানেই গুলিবিদ্ধ হয় আবিদা। তবে অহিদ তাকে গুলি করেছে বলে দাবী করেন তিনি। ঘটনার সাথে জড়িত অহিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।’
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন,  ‘অস্ত্র আইন ও হত্যা চেষ্টার ঘটনায় তিনজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ১জন গ্রেফতার হলেও বাকী জড়িতদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি গুলিবিদ্ধ শিশু আবিদার পাশে রয়েছে পুলিশ প্রশাসন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখে এসেছি। তবে শিশুটি আগের চেয়ে একটু ভালো থাকলেও এখনো শংকামুক্ত নয় বলে জানান  তার চিকিৎসকরা । শিশুটির পরিবারকে আশ্বাস্থ করা হয়েছে দ্রুত সময়ে অভিযুক্তদের গ্রেফতার করা হবে।’
উল্রেখ্য, অভিযোগ উঠে, দীর্ঘদিন ধরে অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে আধিপত্যা বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে অহিদ উদ্দিনের গুলিতে শিশু আদিবা খাতুন গুলিবিদ্ধ হয়। গুলিটি আবিদার পেটের ভিতর দিয়ে ঢুকে পিট দিয়ে বের হয়ে যায়। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল,পরে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন