লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি। পরে ন্যায় বিচারের দাবীতে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে জামায়াত-শিবির নেতা কর্মীরা।
শনিবার (৫এপ্রিল) রাত ১০:৩০ মি. সময় চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের সামনে মটরসাইকেল সরানোর তুচ্ছ ঘটনা নিয়ে সমাধান না হওয়ায় মহাসড়ক অবরোধ করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এতে ঈদ পরবর্তী ঢাকাগামী যাত্রীরা প্রায় ১ঘন্টা চরম ভোগান্তিতে পড়ে।
জানাযায় রাত আনুমানিক ৯টার দিকে চন্দ্রগঞ্জ বাজার নিউ মার্কেটের সামনে পাশবর্তী জেলা নোয়াখালীর ৪নং আলাইয়ারপুর ইউনিয়ন ছাত্রশিবিরের অফিস ও পাঠাগার সম্পাদক ইয়াছিন আরাফাত ইমন মটরসাইকেল রাখা নিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান কাউসার’র সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ছাত্রদলের কাউসার ছাত্রশিবিরের ইমনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতাদের সাথে জামায়াতের বসে সমাধান হওয়ার কথা থাকলেও তা হয়নি। পরবর্তীতে জামায়াত-শিবিরের ২ শতাধিক নেতাকর্মী ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে শ্লোগান দিতে থাকে। এসময় কিছুক্ষণ পর পর ককটেল বিস্ফোরণ করতেও দেখা যায়।
নাজমুল হাসান কাউসার দেওপাড়া গ্রামের মোহাম্মদ উল্যা মাষ্টার বাড়ির কবির হোসেনের ছেলে, অন্যদিকে ইয়াছিন আরাফাত ইমন ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের দক্ষিণ অভিরামপুর গ্রামের মো. সেলিমের ছেলে এবং চন্দ্রগঞ্জ পূর্ববাজারের ইলেকট্রিক ও স্যানেটারী ব্যবসায়ী ও মেস্তুরী ।
ঈদের ছুটি পরবর্তী মানুষ আগামীকাল অফিস করার জন্য ঢাকার উদ্দেশ্যে ছুটছে। ১ঘন্টার সড়ক অবরোধের কারনে তারা চরম ভোগান্তিতে পড়ে। ইকোনো বাসের যাত্রী মনির হোসেন বলেন, সড়ক অবরোধের কারনে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল, এমনিতে বাস নির্ধারিত সময়ের প্রায় ৫ঘন্টা পরে আসছে, এখন আবার সড়ক অবরোধ!
সড়ক অবরোধের সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ। তিনি পরস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপক চেষ্টা করেন। পরবর্তী চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী করিম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হান্নান, জামায়াতের এনামুল হক রতনসহ আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। পরবর্তীতে ইউনিয়ন জামায়াতের আমিরের নির্দেশনায় জামায়াত-শিবির কর্মীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে।
ঘটনার বিষয় সম্পর্কে ইমন বলেন, ‘আমি নিউ মার্কেটের সামনে মটর সাইকেল রাখার সময় ভ্যানের উপর বসা লোকটিকে ভ্যান সরাতে বলি। তখন ভ্যানের উপর বসা কাউসার আমার দিকে তেড়ে আসে, আমার গায়ে হাত দেয়। ’
ছাত্রদলের কাউসার বলেন, ‘আমি ভ্যানের উপর বসা ছিলাম, সে আমাকে ভ্যান ড্রইভার মনে করে ভ্যান সরাতে বলে। এক পর্যায়ে আমি তার পরিচয় জানতে চাইলে সে আমার সাথে উল্টাপাল্টা আচরন করে এবং এক পর্যায়ে আমাদের মাঝে হাতাহাতি হয়।’
চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হান্নান বলেন, ‘আমাদের বন্ধু সংগঠনের কাছ থেকে এটা আমরা আশা করিনি। আগামী ২৪ঘন্টার মধ্যে এই ঘটনার সুষ্ঠু সমাধান না হলে এর চেয়েও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তিনি।’ তিনি আরো বলেন, ‘ন্যায় বিচার না ফেলে প্রয়োজন লক্ষ্মীপুর শহরেও কর্মসূচি দিবেন।’
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আহ্বায়ক আলী করিম বলেন, ‘ঘটনাটি নিয়ে জামায়াতের নের্তৃবৃন্দের সাথে আমাদের কথা হয়, তারা দাবী করেন ২৪ঘন্টার মাঝে সুষ্ঠু সমাধানের। তখন আগামীকাল (রবিবার) বিষয়টি নিয়ে বসে সমাধানের লক্ষে সিদ্ধান্ত হয়।’
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জামায়ত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
লক্ষ্মীপুরে শিশুকে গুলি করার ঘটনায় ৩জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১
শহীদদের রক্তের বদলা নেওয়ার জন্য ওয়াদাবদ্ধ শিবির সভাপতি জাহিদুল