মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুরে বিএনপির দু-পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা: ১৬জন বহিস্কার, ১৮৬জন আসামী

ঘটনাস্থলে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দু-পক্ষের সংঘর্ষে বিএনপি কর্মী সাইজ উদ্দিন  নিহতের ঘটনার তিনদিন পর রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাত ১২টার দিকে নিহতের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬জনের নাম উল্লেখ করে আরো ১৬০জনকে অজ্ঞাত আসামী করা হয়। তবে মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপরদিকে ঘটনার পর থেকে পুরুষ শুন্যে হয়ে পড়েছে পুরো এলাকায়। ঘটনার চারদিন অতবাহিত হতে চললেও দু-পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূইঁয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টইল বৃদ্ধি করা হয়েছে।
এদিকে উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, ২নং চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগি সংগঠনের ১৬ নেতাকে বহিস্কার করা হয়।
রায়পুর উপজেলা বিএনপির আহবায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. সালেহ আহম্মদ ও সদস্য সচিব শফিকুর রহমান ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপিতে এই তথ্য নিশ্চিত করেন। চরবংশীতে অনাকাঙ্গিত ঘটনায় সাইজের উদ্দিনের মৃত্যু ও বাড়িঘর ভাংচুর এবং অগ্নিসংযোগ করার সাথে জড়িত থাকার অপরাধে বিএনপিসহ অঙ্গসংগঠনের ১৬ নেতাকে সংগঠন থেকে অজীবনের জন্য বহিস্কার করা এবং অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
বুধবার রাতে বিএনপিসহ সকল সহযোগি সংগঠনের এক যৌথ সভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. সালেহ আহম্মদ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপের মধ্যে আধিপত্যা বিস্তার মাছঘাট, মেঘনার চর, কাঁচাবাজার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত একাধিকবার ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এসময় স্পেন প্রবাসী বিএনপি কর্মী সাইজ উদ্দিন নিহত হয়। আহত অন্তত ১৫জন আহত হয়।  এর জেরে অন্তত বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। লুট করা হয় ঘরের বিভিন্ন জিনিসপত্র। তবে এই হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার জন্য শামীম গাজি ও ফারুক কবিরাজের সমর্থদের দায়ী করছেন একে অপরকে।

শেয়ার করুন