মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে রাতের আঁধারে যুবককে গুলির ঘটনায় মামলা, গ্রেফতার ২

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে রাতে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় মো. রুবেল(২৮) নামের এক যুবককে গুলি করেছে দুবৃর্ত্তরা। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় রুবেলকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার পর পরই এজাহার নামীয় ২জনকে গ্রেফতার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১ .৩০ মি. দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের টেকরাজ বাহাদুর গ্রামের মিঝি বাড়ি সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আহত রুবেলের মা বিলকিছ আক্তার বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ৮জনের নাম উল্লেখ করে এবং ৩১জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ৯নং উত্তরজয়পুর ইউনিয়নের গণেশ্যামপুর গ্রামের মিছাব বাড়ির শরীয়ত উল্যাহ ছেলে মো. আলমগীর হোসেন এবং একই ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের ভূঁয়া বাড়ির মৃত হাজী মোস্তফা মিয়ার ছেলে আজাদ হোসেন বাবলু প্রকাশ ফাইটার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ে রুবেল ও কদু আলমগীরের মধ্যে বিরোধ চলে আসছে। দুইজন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রুবেলকে দুর্বৃত্তরা গুলি করে। দুবৃর্ত্তরা আগে থেকেই ঘটনাস্থলে ওঁৎ পেতে ছিল।

এজাহার সূত্রে জানাযায়, এজাহারে উল্লেখিত আসামীরা বাদীনি ও ভিকটিম রুবলের নিকট থেকে ৫লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামীরা বাদীনি ও ভিকটিমকে খুন জখম করবে মর্মে হুমকি প্রদান করে। পরে ঘটনার তারিখ ও সময়ে রুবেল বাড়ি যাওয়ার সময় আসামীরা অস্ত্র ও গোলা বারুদ নিয়ে তার গতি রোধ করে। এসময় রুবেল দৌড়ে পালানোর সময় তাকে পেছন থেকে গুলি করে আসামীরা। গুলি তার বাম হাতের কব্জির উপর হইতে কনুই পর্যন্ত স্থানে গুরুতর মারাত্নক জখম করে।

আহত রুবেল জানান, চৌপল্লী বাজার থেকে ঘটনার সময় তিনি বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছালে পেছন থেকে তাকে এজাহার নামীয় সন্ত্রাসীরা গুলি করে। গুলিটি তার বাঁ হাতের কব্জিতে লাগে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান। তিনি আরো বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী কদু আলমগীর আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে। এলাকায় থাকতে হলে টাকা দিতে হবে। তা না হলে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। তিনবার আমার বাড়িতে লোকজন পাঠিয়ে হুমকি দিয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন,  বাম হাতের কব্জিতে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি এসেছেন তাকে  প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘রুবেল নামের একজনকে গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে যাই। তড়িৎ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্পৃক্ত ২জনকে গ্রেফতার করা হয়। বাকীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।


শেয়ার করুন