লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে রিভলবারসহ মনোয়ার(৩৮) নামের এক তালিকাভূক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২:৫৫ মি. সময় চন্দ্রগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স এবং যৌথ বাহিনীর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করিয়া সদর উপজেলার মান্দারী ইউপির ১নং ওয়ার্ডস্থ মোহাম্মদনগর সাকিনের আমিন উল্যার বাড়ি থেকে অস্ত্রসহ সন্ত্রাসী মনোয়ারকে গ্রেফতার করেন।
এসময় তার বাসার খাটের তোষকের নিচে থেকে ১টি রিভলবার, ২ রাউন্ড গুলি উদ্ধার করে, এছাড়াও নগদ ১লক্ষ ২৮হাজার ৭৫০টাকা, ২টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মনোয়ার লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউপির ৮নং ওয়ার্ডের দুবাই ওয়ালার নতুন বাড়ির মো. বেল্লাল হোসেনের ছেলে। সে মান্দারী আমিন উল্যার বাসা বাড়িতে অস্থায়ী ভাড়াটিয়া হিসেবে ছিল।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, একটি রিভলবার, ২রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার কাছে নগদ টাকা, ২টি মোবাইল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তার নামে মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আরও পড়ুন
ফ্যাসিস্টদের কোন ঝটিকা মিছিল করতে দেয়া হবেনা লক্ষ্মীপুরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী
লক্ষ্মীপুরে পালিত শিশু কণ্যাকে ধর্ষণের ঘটনায় সৎ বাবা গ্রেফতার
লক্ষ্মীপুরে অবৈধ ফুড কারখানায় অভিযান: বিপুল পরিমাণ ভেজাল খাদ্য জব্দ, ২ লক্ষ টাকা জরিমানা