লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ বাজারে একটি পরিত্যক্ত ভবনের ছাদ ধসে দাঁতের ডাক্তার এবং চিকিৎসাধীন রুগী গুরতর আহত।
মঙ্গলবার (৬ মে) দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আল ফারাহ মার্কেটের (ছিদ্দিক হুজুরের) পরিত্যক্ত ভবনের জাবির ডেন্টাল কেয়ারে এই ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানায়, জাবের ডেন্ডাল কেয়ারের চিকিৎসক মো. জাকির হোসেন মোবাইল ব্যাংকিং কোম্পানী নগদে চাকুরিজীবী আরমান হোসেন দাঁতের চিকিৎসা করানোর জন্য গেলে চিকিৎসাধীন অবস্থায় আকস্মাৎ ভবনের ছাদ ভেঙ্গে পড়ে যায়। এতে আরমান হোসেন গুরুতর আহত হয়।
আরমান হোসেনের বুকের উপর ছাদের বড় একটি অংশ পড়ে, এছাড়াও তার হাত এবং পায়ে রক্তাক্ত আহত হয়। তাকে স্থানীয় এসএমকে হসপিটালে নিগে গেলে তার হাতে ৫টি সেলাই দেয় এবং শ^াস কষ্টের জন্য তাকে অক্সিজেন দিয়ে রাখে। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
আহত আরমান লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মফিজ কমিশনারের বাড়ির কফিল উদ্দিনের ছেলে। সে মোবাইল ব্যাংকিং কোম্পানী নগদে চাকুরী করে। চাকুরী সুবাদে সে চন্দ্রগঞ্জে আসে এবং দাঁতের চিকিৎসার জন্য জাবির ডেন্টাল কেয়ারে যায়। অন্যদিকে এই ঘটনাায় ডাক্তার জাকির হোসেন তেমন গুরুতর আহত হয় নি। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।
গুরুতর আহত আরমান হোসেনের স্বজন রুবেল জানান, ‘আমি ঘটনা শুনার সাথে সাথে চন্দ্রগঞ্জে চলে চাই এবং আহত আরমানকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুরে নিয়ে আসি। তার অবস্থা আশঙ্কাজনক, হাতে ৫টি সেলাই দেওয়া হয়েছে। বুকে ছাদের বড় অংশ পড়ায় বুক ব্যাথা এবং শ^াস কষ্ট হচ্ছে।’
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছিদ্দিক হুজুরকে বার বার বলা হলেও তিনি কোন কর্ণপাত না করে ভবন ভাড়া দিয়ে রেখেছেন। দ্রুত এই ভবনকে পরিত্যক্ত ঘোষণা করে সকল কার্যক্রম বন্ধ করার দাবীও জানান তারা।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘ঘটনা শুনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাই, নতুন করে যাতে কোন হতাহতের ঘটনা না ঘটে এজন্য দাঁতের ডাক্তারের দোকান বন্ধ আছে। অভিযোগ পেলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রায়পুর সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
ফেসবুকে পরিচয়, বিয়ের প্রলোভন দেখিয়ে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে তরুণীকে একাধিকবার ধর্ষণ