লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর সাব – রেজিস্ট্রার মো. ইউনুস সোহেল এর ঘুষ বানিজ্যে, দলিল লেখকদের সাথে অসধাচরণ ও হয়রানীর প্রতিবাদ ও অভিযুক্ত কর্মকর্তার অপসারণের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করছে দলিল লেখক ও গ্রাহকরা। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসুচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, দলিল লেখক মো. তারেক হোসেন, আব্দুল আলীম, রিয়াজ উদ্দিন ও শামীম হোসেনসহ অনেকেই।
মানববন্ধন কর্মসুচিতে অভিযোগ করে তারা বলেন, রায়পুরে সাব -রেজিস্ট্রার মো. ইউনুস সোহেল দলিল দাখিল করতে গেলে প্রতি লাখে ১হাজার টাকা করে ঘুষ দিতে হয়। দাবীকৃত টাকা না দিলে দলিল লেখকদের হয়রানী করা হয় এবং অফিসের আশে পাশে না আসার জন্য হুমকি প্রদান করেন। এছাড়াও তিনি অনিয়মিত অফিস করেন, যথাসময়ে উপস্থিত হন না। এজলাসে না বসে ব্যক্তিগত কক্ষে অফিস করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি অফিস সহকারী আছমা বেগমের সাথে নিজ কক্ষে দীর্ঘ সময় ব্যক্তিগত আলাপচারিতা, সাব-রেজিস্টার এর অনুপস্থিতিতে ঝাড়ুদার কাম নৈশী প্রহরী সোহেল কে দিয়ে দলিল সম্পাদন করেন তিনি। অনিয়মিত অফিস করায় গ্রাহকরা দিনের পর দিন হয়রানীর শিকার হচ্ছেন বলে মানববন্ধন কর্মসুচিতে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা। চুক্তিভিত্তিক খাজনা ও দাখিলা করা সহ নানা অনিয়ম ও দূনীর্তির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এতে অনিয়ম করেও তিনি কিভাবে বহাল তবিয়তে থাকেন বলে ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। সাব রেজিস্টার ইউনুছ সোহেল,অফিস সহকারী আছমা আক্তার ও ঝাড়ুদার সোহেলের অপসারণ দাবী করা হয়। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন বক্তারা।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে দীর্ঘদিনের অবহেলিত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবরোধ
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র প্রতিনিধি নির্বাচন, সভাপতি-কবির এবং সাঃ সম্পাদক-সবুজ
লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনে কঠোর নির্দেশনা, তৃণমূলে আনন্দ উচ্ছ্বাস