লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ধরা পড়েছে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী বেলজিয়াম সুমন ও তালিকাভূক্ত সন্ত্রাসী, হোন্ডা চোর রাসেল নামের দুই জনকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার করা হয় মোঃ রাসেল (২৭) ও মোঃ ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমন (৩৫) কে।
জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেনের নির্দেশে ও সদর সার্কেল রেজাউল হকের তত্বাবধানে এবং চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো পরিচালিত হয়।
গ্রেপ্তার মোঃ রাসেল দেওপাড়া নূর মিয়া বেপারী বাড়ির আবদুল খালেকের ছেলে। অপরদিকে ইসমাইল হোসেন কংশনারায়নপুর এলাকার আঃ রব চৌধুরী বাড়ির সিরাজ মিয়ার ছেলে।
অভিযানে স্থানীয় মোল্লা বাড়ি জামে মসজিদের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, দত্তপাড়া এলাকায় আরেকটি অভিযানে মাদক ব্যবসায়ী বেলজিয়াম সুমনের কাছ থেকে দুই রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ফেসবুকে ফাঁদ পেতে ১ যুবককে অপহরণ, গ্রেফতার-৪
লক্ষ্মীপুরে দীর্ঘদিনের অবহেলিত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবরোধ
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র প্রতিনিধি নির্বাচন, সভাপতি-কবির এবং সাঃ সম্পাদক-সবুজ