লক্ষ্মীপুর প্রতিনিধি
ডাকাতির প্রস্তুতিকালে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউপি এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১ ডাকাতকে গ্রেফতার করা হয়। বাকীরা পুলিশের উপস্থিতির টের পেয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ১টা ৩৫ মি. সময় সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউপির কংশনারায়নপুর গ্রামের মোতার হাটে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের দোকানের উত্তর পাশের বাগানে ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়।
পুলিশ সূত্রে জানাযায়, যৌথ বাহিনীর অভিযানে সহযোগিতা করার জন্য গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের দোকানের পাশের বাগানে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অনেকে জমায়েত হচ্ছে। তারপর রাত ১টা ৩৫মি. এর দিকে চন্দ্রগঞ্জ থানার মোবাইল টহল ৬/৩ পুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম (পিপিএম) এবং যৌথবাহিনী এক সাথে ডাকাতদের ধরতে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও লুৎফুর রহমান হিরন (২৭) নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় ১টি চেনি, ৩টি দা, ১২টি লোহার পাইপ, ১টি হাতুড়ি, ১টি লোহার রেন্স ও ১টি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হিরন উত্তর জয়পুর ইউপির কংশনারায়নপুর গ্রামের চৌকিদার বাড়ির মৃত আলী আহম্মদ এর ছেলে। সে শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীর বাহিনীর সদস্য বলে জানায় স্থানীয়রা। এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহার নামীয় ৬জন এবং অজ্ঞাতনামা ১৫ জন মোট ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে অভিযান চালিয়ে লুৎফুর রহমান হিরন নামের ১জনকে গ্রেফতার করা হয়, তার কাছে প্রচুর পরিমান দেশীয় অস্ত্র পাওয়া যায়। এ বিষয়ে মামলা হয়েছে, বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।’
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনে কঠোর নির্দেশনা, তৃণমূলে আনন্দ উচ্ছ্বাস
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু
২দিন পর লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের সেই পুলিশ সদস্য সাইফুলের মরদেহ উদ্ধার