লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে পানিতে পড়ে খাদিজা (২) এবং তাফসির (২) নামের একই বয়সের দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মৃত দুই শিশুর চাচা বাবলু পাটোয়ারী। ঈদুল আযহার মাত্র ১দিন আগে দুইটি শিশুর মৃত্যু নিয়ে এলাকায় নেমে এসেছে শোকের মাতম।
বৃহস্প্রতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউপির চরশাহী গ্রামের কমর উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনের পুকুরে এই ঘটনা ঘটে।
মৃত শিশু খাদিজা কমর উদ্দিন পাটোয়ারী বাড়ির শাহজাহানের মেয়ে এবং মৃত শিশু তাফসির একই পরিবারের শাহজানের ছোট ভাই ইমরানের ছেলে। শিশু দুটির মৃত্যুতে তাদের বাবা-মা শোকে পাগলের মত কান্নাকাটি করছে এবং তাদের দু’জনের মা বার বার মুর্চা যাচ্ছে।
এলাকাবাসী জানায়, সকাল থেকে শিশু দুটি কোরবানীর গুরু নিয়ে মেতে ছিল। গরুকে বিভিন্ন ঘাস, পাতা এনে খেলাচ্ছলে খাওয়াচ্ছিল শিশু দুটি । কোন ফাঁকে তারা সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির সামনের পুকুর পাড়ে চলে যায়। অনেকক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুজি করলে বাড়ির একজন পুকুরে তাদের ভেসে উঠতে দেখে।
শিশু দুটিকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় ন্যশনাল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনে কঠোর নির্দেশনা, তৃণমূলে আনন্দ উচ্ছ্বাস
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে অভিযান, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-১
২দিন পর লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের সেই পুলিশ সদস্য সাইফুলের মরদেহ উদ্ধার