মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র প্রতিনিধি নির্বাচন, সভাপতি-কবির এবং সাঃ সম্পাদক-সবুজ

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র প্রতিনিধি নির্বাচন সম্পন্ন। নির্বাচনে সভাপতি হিসেবে মো. হুমায়ুন কবির, সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়  কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য এড.  হাফিজুর রহমান এবং প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম. বেল্লাল হোসেন, সহকারী প্রিসাইডিং হিসেবে ছিলেন জেলা শ্রমিক দলের সি. সহ-সভাপতি আব্দুল হান্নান ভূইয়া।

সভাপতি পদে মোট ৬জন নির্বাচন করেন, এর মধ্যে মো. হুমায়ুন কবির  চেয়ার প্রতিক নিয়ে ১৭৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোহাম্মদ সোলাইমান দেওয়াল ঘড়ি প্রতিক নিয়ে ১০১, আলী করিম ছাতা প্রতিক নিয়ে ১০০, মোহাম্মদ আলী দোয়াত কলম প্রতিক নিয়ে ৫৬, কাজী শহীদ আনারস প্রতিক নিয়ে ১৭ এবং মো. শাহাজাহান ঘোড়া প্রতিক নিয়ে ২ ভোট পায়।

সাধারন সম্পাদক পদে তোফাজ্জল হোসেন সবুজ ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী মো. মনির হোসেন পায় ১২৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো. আবুল কাশেম বাস প্রতিক নিয়ে ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী মো. ইমাম হোসেন টিপু ১৪০, রফিকুল ইসলাম লিটন খলিফা ৯৪ এবং মো. জামাল হোসেন আম প্রতিক মোট ২১ ভোট পায়।

সর্বমোট ৪৫৯ জন ভোটরের মধ্যে মোট ৪৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৩জনকে নির্বাচিত করেন।

প্রসঙ্গত, ৫আগষ্ট বিগত সরকার পতনের পর বিএনপির তৃণমূলের প্রতিনিধি নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে ব্যালটের মাধ্যমে করার লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে গণতান্ত্রিক উপায়ে ব্যালটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে ৩টি পদে মোট ১২ প্রতিদ্বন্ধিতা করেন।

নির্বাচিত সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, ‘এই বিজয় আমার একার না, এটা সমগ্র চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির বিজয়। আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে তা পালন করার।’

রিটানিং কর্মকর্তা এড. মো. হাফিজুর রহমান বলেন, ‘সম্পূর্ণ স্বচ্চ, নিরপেক্ষ এবং অংশগ্রহণ মূলকভাবে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।’


শেয়ার করুন