মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় লক্ষ্মীপুরের শিক্ষার্থী সায়ানের মৃত্যু,

শেয়ার করুন

লক্ষ্মীপুর(চন্দ্রগঞ্জ) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দ্বগ্ধ হয়ে সপ্তম শ্রেণির ছাত্র সায়ান ইউসুফের (১৪) মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।

নিহত সায়ান লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের পাল বাড়ির সন্তান। তার বাবা এএফএম ইউসুফ মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও মা শামীমা শাম্মী মাইলস্টোন স্কুল শাখার রসায়নের শিক্ষক। তারা উত্তরা ১০ নাম্বার সেক্টরে ভাড়া বাসায় থাকতেন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১ টার দিকে সায়ানের মরদেহ বশিকপুরের গ্রামের বাড়িতে আনা হয়। বিকেল ৩ টায় বশিকপুরের গ্রামের বাড়িতে জানাযা শেষে সায়ানের মরদেহ দাফন করা হবে।

প্রসঙ্গত, একই ঘটনায় সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন সোনাপুর গ্রামের রহিমবক্স হাজী বাড়ির আব্দুস সামাদের ছেলে আফনান ফায়াজও মারা যায়। তাকে সকালে ঢাকায় দাফন করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। আফনানও সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।


শেয়ার করুন