লক্ষ্মীপুর প্রতিনিধি
চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. মনির হোসেন (৩৮) কে গ্রেফতার করেছে চন্দ্রগঞ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।
শনিবার (২৬ জুলাই) সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন সমতা সিনেমা হলের সামনে দেওপাড়া রাস্তার মাথার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মনির চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য তোতা মিয়ার ছোট ছেলে। সে চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্বে ছিল। এর আগে সে দীর্ঘদিন প্রবাস জীবন অতিবাহিত করেন।
গত ৫ আগষ্ট আ’লীগ সরকার পতনের পর সকল নেতা কর্মীরা পালিয়ে গেলেও মনির এলাকা ছেড়ে পালায়নি বলে স্থানীয়ভাবে জানা যায়। তাকে জিআর-২১৭ মামলায় বিস্পোরক দ্রব্য ও অন্যান্য ধারায় অজ্ঞাতনামা হিসেব গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানাযায়, মামলার বাদী রাশেদ চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউপির চরচামিতা গ্রামের আবুল খায়েরের ছেলে। এজাহারে উল্লেখ আছে গত ২০১৫ সালে বাদীর সাথে একটি অনাকাঙ্খিত ঘটনার সূত্র ধরে বাদী পরিবর্তিত পরিস্থিতির পর গত ২৮শে অক্টোবর ২০২৪ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী অঞ্চল চন্দ্রগঞ্জ আদালতের মাধ্যমে চন্দ্রগঞ্জ থানায় বিস্পোরক ধারাসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ও মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনিরকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


 
                 
                                         
                                         
                                         
                                        
আরও পড়ুন
৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চন্দ্রগঞ্জ থানা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি
লক্ষ্মীপুরে মা ও মেয়েকে গ*লা কে*টে হ*ত্যা
বাংলাদেশের রাজনীতির মঞ্চে সবচেয়ে বড় অভিনয়টি এখন আর রাজনীতিবিদরা একা করেন না