লক্ষ্মীপুর প্রতিনিধি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুম-খুন নির্যাতনের শিকার পরিবারের ত্যাগের কথা উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের পাশে থাকবে।’ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বিএনপিসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গত ১৭ বছরে গুম-খুন ও হামলা–মামলার শিকার হয়েছে। এসব পরিবারের ত্যাগ অপরিসীম। যেটা কোনোভাবে ভোলার মতো নয়। নির্যাতন–নিপীড়নের পরও আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গুম-খুন পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। আগামীতে ভোট হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। মানুষ ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের পাশে থাকবে।’
এ্যানি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের যে স্বপ্ন, সেটার প্রতিচ্ছবি দেখা যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে। তাই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে বিএনপি।’
পাশাপাশি গত আন্দোলন–সংগ্রাম করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিশ্রদ্ধা জানান বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীরা জীবন-বাজি রেখে আন্দোলন, সংগ্রাম ও লড়াই করেছে উল্লেখ করে এ্যানি বলেন, ‘দেশ নিয়ে এখন দেশ-বিদেশি নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। ফ্যাসিবাদের দোসররা বসে নেই। তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধের বিকল্প নেই।’
সম্মেলনে চন্দ্রগঞ্জ বিএনপির আহ্বায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খাঁন, বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, ভিপি হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবউদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান ও নিজাম উদ্দিনসহ আরও অনেকে।
আরও পড়ুন
চন্দ্রগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা
চালকের ঘুম কেড়ে নিল একই পরিবারের ৭ জনের প্রাণ, লক্ষ্মীপুরের বাড়িতে শোকের মাতম
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির গ্রেফতার