লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভা পরিণত হয়েছে সম্প্রীতির মিলনমেলায়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ধর্ম-বর্ণ-রাজনীতি অতিক্রম করে নানা শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত হন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি বাদল মজুমদার বাপ্পি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারন সম্পাদক জয়দেব নাথ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউছুপ ভূঁইয়া, জামায়াতে ইসলামীর চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা নুর মোহাম্মদ রাসেল, থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যাহ, জামায়াতের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত সেক্রেটারী ডা. মো. কাউসার হামিদ, যুব বিভাগের সভাপতি তাওসিফ হাসান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন সবুজ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ হিন্দু কল্যান সংঘের সাধারন সম্পাদক হারাধন পাল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন প্রমুখ।
ওসি ফয়জুল আজীম নোমান বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে। আমরা সবাই মিলেই উৎসবের পরিবেশকে নিরাপদ ও আনন্দমুখর রাখবো।
বিএনপি চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মো. ইউছুপ ভূঁইয়া বলেন, আমাদের সমাজে সম্প্রীতি ও সহনশীলতার ঐতিহ্য রয়েছে। রাজনৈতিক ভিন্নতা থাকলেও ধর্মীয় উৎসবে সবাইকে পাশে থাকা উচিত।
জামায়াতে ইসলামীর চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা নুর মোহাম্মদ রাসেল বলেন, ধর্মীয় উৎসব শুধু এক সম্প্রদায়ের নয়, বরং এটি সামাজিক শান্তি ও ঐক্যের প্রতীক। আমরা সবসময়ই এ ধরনের ইতিবাচক উদ্যোগে সমর্থন জানাই।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, ‘মিডিয়ার দায়িত্ব হলো সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়া। সাংবাদিকরা সে দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’
সভায় এছাড়াও বক্তব্য দেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জামায়াতের প্রতিনিধিরা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপজেলার ১৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে মা ও মেয়েকে গ*লা কে*টে হ*ত্যা
লক্ষ্মীপুরে রায়পুর উপজেলা শ্রমিকদলের আংশিক কমিটি অনুমোদন
চন্দ্রগঞ্জ মুক্তিযোদ্ধা খাল অবৈধ দখলে, পয়ঃনিষ্কাষণ ব্যাহত, জনজীবন বিপন্ন