লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর এলাকার ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।
রবিবার বিকেলে বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দূর্বৃত্তের গুলিতে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিহত আবুল কালাম জহিরকে। জহির পশ্চিম লতিফপুর গ্রামের মুনছুর আহমদের ছেলে।
দাফন কার্যক্রমে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম. বেল্লাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক ইউছুফ ভুঁইয়া, চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যা, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তাফার দোকানের পাশে জহিরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। অফিস থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁত পেতে থাকা হামলাকারীরা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা, এলাকায় আভ্যন্তরীণ দ্বন্দ্বের বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, ময়নাতদন্ত শেষে জহিরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে দাফনের ব্যবস্থা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।


আরও পড়ুন
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতাকে এলোপাতাড়ি কু*পিয়ে ও গু*লি করে হ*ত্যা
লক্ষ্মীপুরে এসআই শাহ আলমকে জড়িয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
লক্ষ্মীপুরে খালাতো বোনকে বিয়ের প্রস্তাবে ব্যর্থ হয়ে ভাইয়ের সিএনজিতে আগুন