লক্ষ্মীপুর প্রতিনিধি
মাদকমুক্ত সদর উপজেলা গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুর বাসটার্মিনাল, পৌরসভার সাহাপুর, উত্তর মজুপুর, রাজিবপুর ও বাঞ্চানগর এলাকায় মাদকবিরোধী অভিযান ও বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। গত বুধবার থেকে অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।
অভিযানে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সকল ধরনের মাদক ও গাঁজা সেবনসহ আটক হওয়া ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৌর এলাকার আবিরনগর গ্রামের মোরশেদ আলমের ছেলে মো. জিহাদকে ছয় মাসের কারাদণ্ড, রাজিবপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে মো. শফিক উল্যাহর তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, একই এলাকার মৃত আবু তাহেরের ছেলে নুর মোহাম্মদ টিপুর চার মাসের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা, মৃত আলী আহম্মদের ছেলে মো. আব্দুর রহিমের তিন মাসের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা, এবং মৃত নুরুল ইসলামের ছেলে মো. দুলাল হোসেনের সাতদিনের কারাদণ্ড ও এক হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, মাদকমুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা গড়ার প্রত্যয়ে পৌরসভার বাসটার্মিনাল,সাহাপুর, উত্তর মজুপুর, রাজিবপুর, বাঞ্চানগর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গাঁজা সেবনরত অবস্থায় ১৩ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদক একটি সামাজিক ব্যাধি, এটি নির্মূলে নিয়মিত অভিযান চালানো হবে। কোনোভাবেই মাদকের সঙ্গে আপস নয়। সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আরও পড়ুন
চন্দ্রগঞ্জে ৪৩৮তম হযরত দেওয়ান শাহ (রাঃ) মেলা এবারও হচ্ছে না
মাওলানা আবু মূসা ফাউন্ডেশনের উদ্যোগে চরশাহীতে ১০টি মসজিদে গরম পানির হিটার বিতরণ
নুরুল্যাপুর মাদ্রাসার শিক্ষকরা নীতিমালা উপেক্ষা করে ব্যবসায় মগ্ন! শিক্ষা না বাণিজ্য?