লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে নুরুল্যাপুর হাজী কালামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নাম ভাঙিয়ে পরিকল্পিতভাবে একটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ভাঙচুর করা ওই দোকানঘরটির মালিক সাংবাদিক আল মামুন শিপন। তিনি চন্দ্রগঞ্জ থানায় একটি জাতীয় দৈনিকের প্রতিনিধি হিসেবে কর্মরত।
ভুক্তভোগী আল মামুন শিপন এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এঘটনায় তদন্তকারী কর্মকর্তা এএসআই বেলায়েত হোসেন পরিদর্শন শেষে অভিযোগকারীকে জানান, আদালতের নির্দেশনা ছাড়া এ বিষয়ে থানার পক্ষ থেকে সরাসরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়। তিনি অভিযোগকারীকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নুরুল্যাপুর হাজী কালামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুর রহমানের সঙ্গে পারিবারিক বিরোধের জের ধরে মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) আব্দুল মোনায়েমের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে এ ঘটনার সঙ্গে যুক্ত করে। শিক্ষার্থীদের সামনে রেখে দোকানঘরটি ভেঙে ফেলা হয় এবং ভেতরে থাকা বিভিন্ন মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, শিক্ষার্থীদের এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে ব্যবহার করা চরম অন্যায় ও উদ্বেগজনক। এতে শিশুদের মানসিক ও নৈতিক ক্ষতির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে সাংবাদিক আল মামুন শিপন বলেন, ঘটনার দিন ভোর বেলায় আমি ঢাকা যাই প্রবাসীদের দাবী-দাওয়া নিয়ে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে। সেখানে থাকা অবস্থায় আমি জানতে পানি আমার দোকান ঘর ভাংচুর করছে। বিষয়টি আমি চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করি।
এঘটনায় সাংবাদিক আল মামুন শিপন স্থানীয় প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আরও পড়ুন
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে দূর্বৃত্তের হামলায় নিহত বিএনপি’র সাধারন সম্পাদক জহিরের দাফন সম্পন্ন
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতাকে এলোপাতাড়ি কু*পিয়ে ও গু*লি করে হ*ত্যা
লক্ষ্মীপুরে এসআই শাহ আলমকে জড়িয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন