লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ১নং ওয়ার্ড নুরুল্যাপুর হাজী কালা মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার একাধিক শিক্ষক মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়ম-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজ নামে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কেউ ফার্মেসির মালিক,কেউ লাইব্রেরি-স্টেশনারি দোকান,আবার কারো হাতে খাদ্যপণ্যের ডিলারশিপসহ নানা লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান অবাধে পরিচালনা করে আসছেন!
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নীতিমালায় শিক্ষকদের পূর্ণকালীন শিক্ষাদানের কথা বলা থাকলেও এসব শিক্ষক অবাধে ব্যবসা করে যাচ্ছেন বলে স্থানীয়দের গুরুতর অভিযোগ।
অভিভাবকরা বলছেন, তারা সব সময় তাদের ব্যাক্তিগত ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা কাজেই ব্যাস্ত থাকেন এতে প্রতিষ্ঠানের শিক্ষার মান নেমে যাচ্ছে এবং মাদ্রাসার পরিবেশ এবং শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রশাসনিক কর্মকর্তাকে এ বিষয়ে জানালে তিনি জানিয়েছেন লিখিত,অভিযোগ পেলে এপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষকতা না ব্যবসা—প্রশ্ন উঠেছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার নৈতিকতা নিয়ে!


আরও পড়ুন
চন্দ্রগঞ্জে রাতের আধারে সাউন্ড সিস্টেম বাজিয়ে প্রবাসীর ঘরের সীমানা ভাংচুরের অভিযোগ বাপ্পী’র বিরুদ্ধে!
চন্দ্রগঞ্জে দোকানঘর ভাঙচুর ও হামলার অভিযোগ: ডিবিকে তদন্তের নির্দেশ আদালতের
চন্দ্রগঞ্জে মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে দোকানঘর ভাঙচুর, লুটপাট ও দখল চেষ্টার অভিযোগ