লক্ষ্মীপুর প্রতিনিধি
১০ জানুয়ারি শনিবার দিনব্যাপী লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ১২নং চরশাহী ইউনিয়নের ১০টি মসজিদে ১০টি গরম পানির হিটার (গিজার)বিতরণ করা হয়েছে।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে শীতকালীন সময়ে মসজিদে আগত মুসল্লিদের জন্য আরামদায়ক ওযু ও নামাজের পরিবেশ ও অন্যান্য প্রয়োজনে গরম পানির সুবিধা নিশ্চিত করতে এ আয়োজন এলাকায় প্রসংসনীয় হয়েছে বলে আশাবাদ ব্যাক্ত করেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।
মাওলানা আবু মূসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মাহফুজুর রহমান জানান,এই বিতরণ কার্যক্রমটি সম্পূর্ণ দাতব্য ও জনকল্যাণমূলক উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা এই উদ্যোগের জন্য ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আরও পড়ুন
নুরুল্যাপুর মাদ্রাসার শিক্ষকরা নীতিমালা উপেক্ষা করে ব্যবসায় মগ্ন! শিক্ষা না বাণিজ্য?
চন্দ্রগঞ্জে রাতের আধারে সাউন্ড সিস্টেম বাজিয়ে প্রবাসীর ঘরের সীমানা ভাংচুরের অভিযোগ বাপ্পী’র বিরুদ্ধে!
চন্দ্রগঞ্জে দোকানঘর ভাঙচুর ও হামলার অভিযোগ: ডিবিকে তদন্তের নির্দেশ আদালতের