লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে নিখোঁজের ৭দিন পর শনিবার বিকালে সেফটি ট্যাংকি থেকে ফজলে রাব্বি বাবু(২৩) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। নিহত কলেজ ছাত্র সদর উপজেলার হাজির পাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বেল্লাল হোসেনের পুত্র ও চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রী কলেজের এইচ এসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদ আলম ও নিহতের চাচা হাজির পাড়া ইউনিয়ন পরিষদের চেযারম্যান সামছুল আলম বাবুল জানান, গত ১৭ জানুয়ারি রাত ১০টার দিকে কলেজ ছাত্র বাবু মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে তার পিতা বেল্লাল হোসেন পরদিন রাতে চন্দ্রগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করেন।
পুলিশ ও স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খুঁজে পায়নি। শনিবার দুপুরে প্রায় দুই কিলোমিটার দুরে উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাগ গ্রামের শেখ বাড়ির প্রবাসী কিরনের লেট্রিনের সেফটি ট্যাংকি থেকে উৎকট গন্ধ বের হতে থাকলে বাড়ির লোকজন স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীকে খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে সেফটি ট্যাংকির ডাকনা সরিয়ে লাশ দেখতে পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মযনা তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানায় লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
তবে কারা কেন কলেজ ছাত্র বাবুকে হত্যা করেছে এবং খুনিদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোরশেদ আলম।
লক্ষ্মীপুরে নিখোঁজের ৭দিন পর সেফটি ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার


আরও পড়ুন
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামী ‘চিতা’ গ্রেফতার
চন্দ্রগঞ্জে ৪৩৮তম হযরত দেওয়ান শাহ (রাঃ) মেলা এবারও হচ্ছে না
মাওলানা আবু মূসা ফাউন্ডেশনের উদ্যোগে চরশাহীতে ১০টি মসজিদে গরম পানির হিটার বিতরণ